সিলেট ৪ঠা ফেব্রুয়ারি, ২০২৩ খ্রিস্টাব্দ | ২১শে মাঘ, ১৪২৯ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:১৪ অপরাহ্ণ, জানুয়ারি ২৪, ২০২৩
অনলাইন ডেস্ক
বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শেরেবাংলা হলে ঢুকে ছাত্রলীগ পরিচয়ধারী ঘুমন্ত দুইছাত্রকে কুপিয়ে আহত করার অভিযোগ উঠেছে হেলমেট পরিহিত একদল যুবকের বিরুদ্ধে। মঙ্গলবার ভোরে ওই হলের ৪০১৮ নম্বর কক্ষে এ ঘটনা ঘটে। হামলায় আহত দুই ছাত্রলীগ নেতাকে শের-ই বাংলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ওই হলের আবাসিক ছাত্র প্রত্যক্ষদর্শী মো. জিয়া বলেন, ফজরের আজানের পর হেলমেট পরিহিত একদল দুর্বৃত্ত হলে ঢুকে সব কক্ষের দরজা বাইরে থেকে আটকে দেয়। পরে তারা ৪০১৮ নম্বর কক্ষে ঢুকে ছাত্রলীগ নেতা পরিচয়ধারী মহিউদ্দিন আহম্মেদ সিফাতকে টেনেহিঁচড়ে বের করে হাতুড়ি পেটা করে এবং জিএম ফাহাদকে কুপিয়ে আহত করে। সন্ত্রাসীরা চলে যাওয়ার পর অন্যান্য শিক্ষার্থীরা আহতদের উদ্ধার করে শের-ই বাংলা মেডিকেলে ভর্তি করে। হাসপাতালে চিকিৎসাধীন দুই ছাত্রকে দেখতে যান, মেট্রো পুলিশের উপ-কমিশনার আলী আশরাফ ভূঁঞা।
শের-ই বাংলা মেডিকেলের পরিচালক ডা. এইচএম সাইফুল ইসলাম বলেন, সিফাতের শরীরে ফোলার জখম রয়েছে। ফাহাদের শরীরে ধারালো অস্ত্রের কোপের জখম রয়েছে। তার একটি হাতও ভেঙে ফেলা হয়েছে। তাদের চিকিৎসা চলছে।
বিএমপি’র উপ-কমিশনার আলী আশরাফ ভূঁঞা বলেন, আহতদের কাছ থেকে পুরো বিষয়টা জেনেছেন। এ ঘটনায় অভিযোগ পেলে পুলিশ আইনগত ব্যবস্থা নেবে।
বিশ্ববিদ্যালয়ের শেরেবাংলা হলের প্রভোস্ট আবু জাফর বলেন, ম্যাথম্যাটিক্স ডিপার্টমেন্টের মাস্টার্সের ছাত্র সিফাত ও লোকপ্রশাসন ডিপার্টমেন্টের মাস্টার্সের ছাত্র ফাহাদের উপর অতর্কিত হামলা হয়েছে। হামলাকারীদের চিহ্নিত করা যায়নি। বিশ্ববিদ্যালয় প্রশাসন এ ঘটনা তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন তিনি।
বিডি প্রতিদিন
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
নির্বাহী সম্পাদকঃ ধ্রুব জ্যোতি দে
ব্যবস্থাপনা সম্পাদকঃ মাহমুদা আক্তার বিউটি
আইটি সম্পাদক : মাসুম আহমদ
উপদেষ্টা সম্পাদক : এ্যাডভোকেট জাহানারা বেগম
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি