সিলেট ২৭শে জানুয়ারি, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৩ই মাঘ, ১৪২৯ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:০৬ অপরাহ্ণ, জুন ১২, ২০২০
খেলা ডেস্ক :: যুক্তরাষ্ট্রে পুলিশি নৃশংসতায় কৃষ্ণাঙ্গ যুবক জর্জ ফ্লয়েড হত্যার ঘটনায় যখন ক্ষোভে ফুঁসছে গোটা বিশ্ব, তখন আইপিএলেও বর্ণবাদী আচরণের অভিযোগ তোলেন ওয়েস্ট ইন্ডিজের টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী অধিনায়ক ড্যারেন স্যামি।
তিনি অভিযোগ করেন, গায়ের রঙ কালো বলে আইপিএলে তাকে কালু বলে ডাকা হতো।
স্যামির অভিযোগের সত্যতা মিললেও এখন পর্যন্ত বর্ণবাদী আচরণ করা ভারতীয়রা তার কাছে ক্ষমা চাননি।
সম্প্রতি জনপ্রিয় ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকইনফোকে দেয়া এক সাক্ষাৎকারে সে কথাই জানালেন স্যামি।
ক্যারিবীয় অধিনায়ক বলেন, আমি নিজের চামড়ার রঙ নিয়ে খুব ভালো আছি। অন্য কেউ আমাকে মানসিকভাবে ছোট করবে, সেই সুযোগ আমি দিই না। দিতে চাইও না। আমি আমার গায়ের রঙ নিয়ে গর্বিত। তাই আমার কাছে ক্ষমা চাক বা না চাক, এতে আমার কিছু যায় আসে না। কারণ এতে আমার গায়ের রঙ বদলাবে না। যেটি আমি চাইও না। কারণ কৃষ্ণাঙ্গ হওয়ায় আমি নিজেকে গর্বিত মনে করি।
ক্যারিবীয় অধিনায়ক আরও জানান, কাউকে ক্ষমা চাওয়ার জন্য এ অভিযোগ করিনি আমি। আমি চেয়েছি কোনো মানুষই যেন আর বর্ণবাদী আচরণের শিকার না হয়। সবার জন্য সমঅধিকার ও সম্মান নিশ্চিত করতে চাই আমি।
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
নির্বাহী সম্পাদকঃ ধ্রুব জ্যোতি দে
ব্যবস্থাপনা সম্পাদকঃ মাহমুদা আক্তার বিউটি
আইটি সম্পাদক : মাসুম আহমদ
উপদেষ্টা সম্পাদক : এ্যাডভোকেট জাহানারা বেগম
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি