সিলেট ৩১শে জানুয়ারি, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৭ই মাঘ, ১৪২৯ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:৫৯ অপরাহ্ণ, নভেম্বর ২৫, ২০২২
বক্তব্য দিচ্ছেন হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন
অনলাইন ডেস্ক :: জাতীয় সংসদের হুইপ ও বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি বলেছেন, ‘দেশ যখন এগিয়ে যাচ্ছে। এগিয়ে যাওয়া নিন্দুকেরা সহ্য করতে পারছে না। তারা বারবার বলছে, বাংলাদেশ শ্রীলঙ্কা হবে, ধ্বংস হয়ে যাবে। আমি একজন রাজনৈতিক কর্মী হিসেবে গর্ব করে বলতে পারি, আমাদের দেশ এগিয়ে চলছে, আমাদের দেশ এগিয়ে যাবে। আমাদের দেশ শ্রীলঙ্কা নয়, সিঙ্গাপুরের পথে ধাবিত হবে।’
আজ শুক্রবার দুপুরে সার্কিট হাউজ মাঠে জয়পুরহাটে দুই দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
হুইপ স্বপন বলেন, ‘জননেত্রী শেখ হাসিনার সুদক্ষ পরিকল্পনায় উন্নয়নের জোয়ারে ভাসছে দেশ। দেশের প্রতিটি ক্ষেত্রে আজ প্রযুক্তির ছোঁয়া লেগেছে। বর্তমানে দেশে মুক্তিযুদ্ধবিরোধী শক্তি, রাজাকাররা উন্নয়নের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে তৎপর রয়েছে।’
তিনি আরও বলেন, ‘ডিজিটাল বাংলাদেশ’ দেশের ১৭ কোটি মানুষের ভিশন তথা রূপকল্পে পরিণত হয়েছে। ডিজিটাল বাংলাদেশ এখন আর কোনো একক ব্যক্তি বা দলের ভিশন নেই। এটি এখন পুরো বাংলাদেশের উন্নয়নের ভিশনে পরিণত হয়েছে।’
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জেলা প্রশাসক শরিফুল ইসলাম, পুলিশ সুপার মোহাম্মদ নূরে আলম, জেলা পরিষদের চেয়ারম্যান খাজা শামসুল আলম, জেলা আওয়ামী লীগের সভাপতি আরিফুর রহমান রকেট, সাধারণ সম্পাদক জাকির হোসেন মন্ডল, সদর উপজেলা চেয়ারম্যান এস এম সোলায়মান আলী প্রমুখ।
বিডি প্রতিদিন
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
নির্বাহী সম্পাদকঃ ধ্রুব জ্যোতি দে
ব্যবস্থাপনা সম্পাদকঃ মাহমুদা আক্তার বিউটি
আইটি সম্পাদক : মাসুম আহমদ
উপদেষ্টা সম্পাদক : এ্যাডভোকেট জাহানারা বেগম
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি