সিলেট ২১শে এপ্রিল, ২০২১ খ্রিস্টাব্দ | ৮ই বৈশাখ, ১৪২৮ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:১৭ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৮, ২০২১
মো. কাজল মিয়া
পেঁয়াজ বাংলাদেশের একটি অর্থকরী মসলা জাত ফসল। দেশের প্রায় সব অঞ্চলেই পেঁয়াজের চাষ হয়। সিলেটের বালাগঞ্জ এবছর প্রথমবারের মতো পরীক্ষামূলকভাবে পেঁয়াজের চাষাবাদ শুরু হয়।
সরজমিনে গিয়ে দেখা যায়, বালাগঞ্জ উপজেলার সদর ইউনিয়নে পেঁয়াজের বাম্পার ফলন হয়েছে। কৃষকদের সাথে কথা বললে তারা জানিয়েছেন সরকারিভাবে যদি আমাদের এভাবে সহযোগিতা করা হয় তাহলে আমরা আগামীতে আরো বেশি পেঁয়াজের চাষ করা সম্ভব হবে।
এ ব্যাপারে বালাগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সুমন মিয়া বলেন, এ বছর আমরা বালাগঞ্জ উপজেলায় পাঁচটি ইউনিয়নের পরীক্ষামূলকভাবে কৃষকদেরকে উপজেলা পরিষদ সহ কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সহযোগিতায় পেঁয়াজের বীজ দিয়েছি। আগামীতে আরো পেঁয়াজ চাষ সম্প্রসারণ হবে বলে আশা করছি। এছারা সরকার গ্রীষ্মকালীন পেয়াজ প্রনোদনা দিয়ে থাকে। সিলেটে এই পেয়াজ পরীক্ষামুলক ভাবে চাষ করা যেতে পারে। এবারে পেয়াজ চাষে উদ্বুদ্ধ হয়ে সামনে বার আরো অনেক কৃষক পেয়াজ চাষ করবে।
সম্পাদক ও প্রকাশক : এড. আফছর আহমদ
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি