সিলেট ২৭শে জানুয়ারি, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৩ই মাঘ, ১৪২৯ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:৪২ অপরাহ্ণ, জুন ১৩, ২০২০
আন্তর্জাতিক ডেস্ক :: অর্থনৈতিক সংকট সমাধানে ব্যর্থ হওয়ায় লেবানন সরকারের বিরুদ্ধে দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ করেছে আন্দোলনকারীরা। মুদ্রার দাম কমে যাওয়ার পাশপাশি বেকারত্বের হার বেড়ে যাওয়ায় এই বিক্ষোভে অংশ নিয়েছেন লেবাননের শত শত মানুষ।
জানা গেছে, গত অক্টোবর থেকে এ পর্যন্ত লেবানিজ পাউন্ডের দাম ৭০ শতাংশ কমে গেছে। করোনা মহামারিতে দেশটিতে অর্থনৈতিক সংকট আরো তীব্র হয়েছে। লেবাননের বর্তমান জনসংখ্যার প্রায় এক তৃতীয়াংশই বেকার।
শুক্রবার রাতে লেবাননের রাজধানী বৈরুত এবং উত্তরাঞ্চলীয় শহর ত্রিপোলিতে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ হয়েছে। ওই সময় বিক্ষোভকারীরা পুলিশকে লক্ষ্য করে পাথর নিক্ষেপ করে এবং বিভিন্ন জায়গায় অগ্নিসংযোগ করে। পুলিশও বিক্ষোভকারীদের দমনে টিয়ার গ্যাস এবং রাবার বুলেট ছুড়ে।
ত্রিপোলিতে আন্দোনরত এক বিক্ষোভকারী বলেন, আমার শুধু একটা কাজ চাই। আমরা সরকারের কোনো ব্যবস্থার ওপর বিশ্বাস করি না।
এদিকে লেবানিজ পাউন্ডের দামের পতন ঠেকাতে লেবাননের সরকার বাজারে আরো বেশি মার্কিন ডলার ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে। আগামী সোমবার থেকে কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে দেশটির বাজারে মার্কিন ডলার ছাড়া হবে।
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
নির্বাহী সম্পাদকঃ ধ্রুব জ্যোতি দে
ব্যবস্থাপনা সম্পাদকঃ মাহমুদা আক্তার বিউটি
আইটি সম্পাদক : মাসুম আহমদ
উপদেষ্টা সম্পাদক : এ্যাডভোকেট জাহানারা বেগম
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি