সিলেট ১৭ই এপ্রিল, ২০২১ খ্রিস্টাব্দ | ৪ঠা বৈশাখ, ১৪২৮ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:৫০ অপরাহ্ণ, মার্চ ১, ২০২১
অনলাইন ডেস্ক
কেউ আলজাজিরার প্রতিবেদন বা মুশতাকের মৃত্যু নিয়ে প্রশ্ন তোলেনি বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
তিনি বলেন, বাংলাদেশে কিছু হলেই, বিদেশি দূতাবাসগুলো উদ্বেগ প্রকাশ করে বিবৃতি দেয়, যেগুলো বন্ধ হওয়া উচিত।
ড. এ কে আব্দুল মোমেন বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র সফরে সেই দেশের পররাষ্ট্রমন্ত্রী, কয়েকজন কংগ্রেসম্যান এবং জাতিসংঘ মহাসচিবসহ অনেকের সাথে বৈঠক হয়েছে। কোনো বৈঠকে কেউ আলজাজিরার প্রতিবেদন বা মুশতাক আহমেদের মৃত্যু নিয়ে প্রশ্ন তোলেনি। শুধু যুক্তরাষ্ট্রে অবস্থানকারী বাংলাদেশি সংবাদকর্মীরাই এসব নিয়ে প্রশ্ন করেছেন।
যুক্তরাষ্ট্র সফর শেষে সোমবার (১ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয়ে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, বিভিন্ন দেশে হত্যাকাণ্ডসহ নানা ঘটনা ঘটে, বাংলাদেশ বা অন্য দেশ সেগুলো নিয়ে নাক গলায় না। কিন্তু বাংলাদেশে কিছু ঘটলে বিদেশি দূতাবাস কী বলে সেদিকে তাকিয়ে থাকে গণমাধ্যম। এই সংস্কৃতি বন্ধের আহ্বান জানান তিনি।
সম্পাদক ও প্রকাশক : এড. আফছর আহমদ
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি