সিলেট ৫ই ফেব্রুয়ারি, ২০২৩ খ্রিস্টাব্দ | ২২শে মাঘ, ১৪২৯ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:০৬ অপরাহ্ণ, জুন ১৬, ২০২০
সিল-নিউজ-বিডি ডেস্ক :: স্থূলতা ও হৃদরোগের মতো দীর্ঘস্থায়ী স্বাস্থ্য সমস্যার দরুন বিশ্বের ১৭০ কোটির বেশি লোক মারাত্মকভাবে করোনা আক্রান্তের ঝুঁকিতে রয়েছেন। যা বিশ্বের মোট জনসংখ্যার ২০ শতাংশ।
মঙ্গলবার বিশ্লেষকদের বরাতে বার্তা সংস্থা এএফপি এমন খবর দিয়েছে। ভাইরাসটির প্রথম দিকের ধাক্কায় এখন পর্যন্ত চার লাখ ২০ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে।
আগে থেকেই বিভিন্ন রোগে ভুগতে থাকা রোগীদের ওপর এই ভাইরাস সবচেয়ে বেশি বিরূপ প্রভাব ফেলছে।
কোভিড-১৯ রোগে কত লোক আক্রান্ত হবেন, তা জানতে এইচআইভি, ফুসফুস রোগ ও অন্যান্য অসুস্থতার উপাত্ত বিশ্লেষণ করেছেন লন্ডন স্কুল অব হাইজিন অ্যান্ড ট্রপিক্যাল মেডিসিনের এক দল বিশেষজ্ঞ।
তারা দেখেছেন, পাঁচজনের মধ্যে অন্তত একজনের শরীরে একটি দীর্ঘস্থায়ী রোগ আছে। করোনাভাইরাস যাদের মারাত্মক ঝুঁকিতে ফেলে দিয়েছে।
তাদের সবার শরীরে মারাত্মক উপসর্গ দেখা না দিলেও তারা আক্রান্ত হলে অন্তত চার শতাংশ লোককে হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিতে হবে।
অর্থাৎ প্রায় ৩৫ কোটি লোক মারাত্মকভাবে অসুস্থ হয়ে পড়বেন যে তাদের হাসপাতালের চিকিৎসার দরকার পড়বে।
গবেষক অ্যান্ড্রু ক্লার্ক বলেন, দেশগুলো যখন লকডাউন থেকে বেরিয়ে আসছে, তখন সবচেয়ে ঝুঁকিপূর্ণদের সুরক্ষায় বিভিন্ন দেশের সরকার উপায় বের করার চেষ্টা করছে।
সেক্ষেত্রে দীর্ঘদিন থেকে রোগে ভুগতে থাকা লোকদের সামাজিক দূরত্ব বজায় রেখে চলার পরামর্শ দেয়া হচ্ছে।
ক্লার্ক বলেন, টিকা আবিষ্কার হওয়ার পর কাদের সেটি প্রথম দিতে হবে, তা নির্ধারণ করতে সরকারকে সিদ্ধান্ত নিতে এই গবেষণা সহায়তা করবে।
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
নির্বাহী সম্পাদকঃ ধ্রুব জ্যোতি দে
ব্যবস্থাপনা সম্পাদকঃ মাহমুদা আক্তার বিউটি
আইটি সম্পাদক : মাসুম আহমদ
উপদেষ্টা সম্পাদক : এ্যাডভোকেট জাহানারা বেগম
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি