সিলেট ৩০শে জুন, ২০২২ খ্রিস্টাব্দ | ১৬ই আষাঢ়, ১৪২৯ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:১৯ অপরাহ্ণ, মে ২৫, ২০২২
অনলাইন ডেস্ক :: ফেনীতে পুলিশ কনস্টেবল শরীফ উদ্দিন বাবলুর (২৬) নামে ধর্ষণ অভিযোগে মামলা করেছেন এক তরুণী (২২)। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় ওই তরুণী ফেনী সদর মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলাটি করেন।
অভিযুক্ত শরীফ উদ্দিনের বাড়ি ফেনীর ছাগলনাইয়া উপজেলার জামতলা এলাকায়। তিনি বর্তমানে খাগড়াছড়ি পুলিশ লাইনে কর্মরত।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ওই তরুণীর সঙ্গে পরিচয়ের পর ধীরে ধীরে শরীফ উদ্দিনের সম্পর্ক গড়ে ওঠে। একপর্যায়ে ঘনিষ্ঠতা বাড়ে। তরুণীকে বিয়ে করার কথা বলে একাধিকবার ফেনী পৌর শহরের মহিপাল এলাকায় একটি হোটেলে নিয়ে ধর্ষণ করেন তিনি। ওই তরুণীর বাড়ি চট্টগ্রামের জোরারগঞ্জ উপজেলায়। সম্প্রতি তরুণী পুলিশ সদস্য শরীফকে বিয়ের জন্য চাপ দিলে তিনি বিয়ে করতে অস্বীকৃতি জানান।
ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নিজাম উদ্দিন বলেন, তরুণীর লিখিত অভিযোগের ভিত্তিতে পুলিশ সদস্য শরীফ উদ্দিনের বিরুদ্ধে নারী শিশু নির্যাতন দমন আইনে থানায় মামলা হয়েছে। এ বিষয়ে শিগগিরই আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ফেনী শহর ফাঁড়ি পুলিশ পরিদর্শক মাহফুজুর রহমানকে মামলাটির তদন্তভার দেওয়া হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
নির্বাহী সম্পাদকঃ ধ্রুব জ্যোতি দে
ব্যবস্থাপনা সম্পাদকঃ মাহমুদা আক্তার বিউটি
আইটি সম্পাদক : মাসুম আহমদ
উপদেষ্টা সম্পাদক : এ্যাডভোকেট জাহানারা বেগম
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি