সিলেট ৪ঠা ফেব্রুয়ারি, ২০২৩ খ্রিস্টাব্দ | ২১শে মাঘ, ১৪২৯ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:৪৭ অপরাহ্ণ, নভেম্বর ২৯, ২০২২
বিশ্বনাথ প্রতিনিধি :: দু’দিন পরেই বিয়ে। কনের বাড়িতে চলছে ধুমধান আয়োজন। কিন্তু হঠাৎ বিয়ে বাড়ির সকল আনন্দ রূপ নেয় বিষাদে। পুকুরের পানিতে ডুবে নির্মম মৃত্যু হয় কনের। ঘটনাটি সিলেটের বিশ্বনাথ উপজেলার চরচন্ডি গ্রামের। সোমবার (২৮ নভেম্বর) বিয়ের দু’দিন আগে গ্রামের ছুরাব আলীর কন্যা রুকেয়া খাতুন (২৬) বসত বাড়ির পুকুরে ডুবে মারা যান। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমেছে।
পারিবারিক সূত্র জানায়, পরিবারের সাথে যুক্তরাজ্য বসবাস করতেন রুকেয়া খাতুন। সম্প্রতি চাচাতো ভাইয়ের সাথে বিয়ে পাকাপাকি হওয়ায় স্ব-পরিবারে দেশে ফিরেন তিনি। আগামী ৩০ নভেম্বর বুধবার ধার্য্য ছিলো বিয়ের দিন। সম্পন্ন হয় বিয়ের সকল আয়োজনও। ঘটনার দিন সকাল ৮টায় মায়ের সাথে বাড়ির পুকুরে গেলে অসাবধানতাবসত পানিতে পড়ে যান তিনি। তাকে তুলতে গিয়ে তলিয়ে যান মাও। এক পর্যায়ে তার চাচা তালেব আহমদ তাদের উদ্ধার করেন। মাকে জীবিত উদ্ধার করতে পারলেও মারা যান রুকেয়া।
এ বিষয়ে বিশ্বনাথ পুলিশ স্টেশনের এসআই গাজী মোয়াজ্জেম হোসেন বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা রুজু করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
নির্বাহী সম্পাদকঃ ধ্রুব জ্যোতি দে
ব্যবস্থাপনা সম্পাদকঃ মাহমুদা আক্তার বিউটি
আইটি সম্পাদক : মাসুম আহমদ
উপদেষ্টা সম্পাদক : এ্যাডভোকেট জাহানারা বেগম
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি