সিলেট ১১ই এপ্রিল, ২০২১ খ্রিস্টাব্দ | ২৮শে চৈত্র, ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:১০ অপরাহ্ণ, জুন ২৪, ২০২০
নিজস্ব প্রতিবেদক ::
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে আরো ২৮ জন করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন। বুধবার (২৪ জুন) বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেকনোলজি (জিইবি) বিভাগের সহকারী অধ্যাপক হাম্মাদুল হক এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, বুধবার ১৮৭ টি নমুনা সংগ্রহ করা হয়। এর মধ্যে ১৮৮ টি নমুনা থেকে পরীক্ষায় ২৮ জনের রিপোর্ট করোনা পজেটিভ আসে। আক্রান্ত ২৮ জনই সুনামগঞ্জ জেলার বাসিন্দা।
নতুন শনাক্তদের নিয়ে সুনামগঞ্জে করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৮৯৬ জনে। বুধবার সকাল পর্যন্ত সুনামগঞ্জ জেলার করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ৫ জন। সুস্থ হয়েছেন ২৩০ জন। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন আছেন ১১৫ জন।
নতুন শনাক্ত হওয়াদের নিয়ে সিলেট বিভাগে এ পর্যন্ত করোনা ভাইরাস শনাক্ত হয়েছে ৩ হাজার ৬৬৮ জনের। এরমধ্যে সিলেট জেলায় ১ হাজার ৯৪৪ জন, হবিগঞ্জের ৪৬৪ জন ও মৌলভীবাজারের ৩৬৪ জন রয়েছেন।
এর আগে ২৩ জুন মঙ্গলবার শাবির পিসিআর ল্যাবে ১৭৮ টি নমুনা পরীক্ষায় সুনামগঞ্জের ৫১ জনের করোনা শনাক্ত হয়।
সম্পাদক ও প্রকাশক : এড. আফছর আহমদ
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি