সিলেট ১৭ই এপ্রিল, ২০২১ খ্রিস্টাব্দ | ৪ঠা বৈশাখ, ১৪২৮ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:১৪ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১০, ২০২১
অনলাইন ডেস্ক
কক্সবাজারের উখিয়ায় বেপরোয়া ডাম্পারের ধাক্কায় উপজেলা পরিষদ চেয়ারম্যানের কার্যালয়ের অফিস সহকারী মো. শাহ রেজা নিহত হয়েছেন। বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কক্সবাজার-টেকনাফ সড়কের উখিয়া হিজলিয়া (পালং গার্ডেন) ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী উখিয়া অনলাইন প্রেস ক্লাবের সদস্য ইমরান খান জানান, একটি বেপরোয়া ডাম্পারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মো. শাহ রেজা গুরুতর আহত হন। আহত অবস্থায় তাকে উদ্ধার করে উখিয়া হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত রেজা উখিয়া উপজেলার রত্নাপালং ইউনিয়নের টেকপাড়া গ্রামের বাসিন্দা মৃত আব্দুর রাজ্জাকের (প্রকাশ বেলার) ছেলে। তিনি উখিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যানের কার্যালয়ের অফিস সহকারী হিসেবে কর্মরত ছিলেন। তার স্ত্রী, মা ও একটি শিশু সন্তান রয়েছে বলে পারিবারিক সূত্র জানিয়েছে।
তার মৃত্যুর খবর পেয়ে উখিয়া হাসপাতালে দ্রুত দেখতে আসেন উপজেলা নির্বাহী অফিসার নিজাম উদ্দিন আহমদ ও তার দীর্ঘদিনের সহকর্মীরা।
সম্পাদক ও প্রকাশক : এড. আফছর আহমদ
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি