সিলেট ১২ই এপ্রিল, ২০২১ খ্রিস্টাব্দ | ২৯শে চৈত্র, ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:২২ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১১, ২০২১
স্পোর্টস ডেস্ক :
ঢাকা টেস্টে দারুণ সূচনা করেছিলেন ক্যারিবীয় অধিনায়ক ক্রেইগ ব্রাথওয়েট ও জন ক্যাম্পবেল। সকালের সেশনে স্বাচ্ছন্দ্যেই খেলে মুমিনুলদের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছিলেন এ জুটি। ওয়ানডে মেজাজে খেলে স্কোরবোর্ডকে দ্রুত এগিয়ে নিচ্ছিলেন জন ক্যাম্পবেল।
অবশেষে মুমিনুলের ধৈর্যের বাঁধ ভাঙতে দেননি বাঁ হাতি স্পিনার তাইজুল ইসলাম। মধ্যাহ্নবিরতির আগে প্রথম সাফল্যটি আসে তাইজুলের হাতে।
৩৬ রানে ব্যাট করতে থাকা ক্যাম্পবেলকে এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলেন তাইজুল। এবার তাইজুলের দ্বিতীয় শিকারে পরিণত হলেন মিডলঅর্ডার ব্যাটসম্যান জার্মেইন ব্ল্যাকউড।
প্রথম উইকেটে ৬৬ রানের বেশ ভালো একটা জুটি গড়ে ফেলেছিল ওয়েস্ট ইন্ডিজ। ম্যাচ শুরু হওয়ার দেড় ঘন্টা পর সেই জুটিটি ভাঙেন তাইজুল ইসলাম। এরপর ক্যারিবীয়রা উইকেট হারিয়েছে নিয়মিত বিরতিতে।
তবে পঞ্চম উইকেটেও ক্রেইগ-ক্যাম্পবেলের মতো আরেকটি জুটি দাঁড়িয়ে যাচ্ছিল। ব্ল্যাকউডের সঙ্গে বোনার ৬২ রানের জুটি গড়ে বড় সংগ্রহের দিকে নিয়ে যাচ্ছিলেন। ফের ব্রেকথ্রু আনলেন তাইজুল।
বাঁহাতি স্পিনারের এক ডেলিভারি বুঝতে না পেরে আগেই ব্যাট চালিয়ে দেন ব্ল্যাকউড। নিজের বলে নিজেই ফিল্ডিং করেন তাইজুল। লুফে নেন ব্ল্যাকউডের তুলে দেওয়া বল। ৭৭ বলে ২৮ রানে সমাপ্তি ঘটে ব্ল্যাকউডের ইনিংস।
জুটি ভাঙলেও অপরপ্রান্তে থেকে ঠিকই ব্যক্তিগত হাফসেঞ্চুরি তুলে নিয়েছেন এনক্রুমাহ বোনার। ১৪৬ বল খেলে ৬০ রান সংগ্রহ করে ফেলেছেন ইতিমধ্যে।
ব্ল্যাকউডের আউটের পর মাঠে নেমেছেন জসুয়া দা সিলভা। ১৭ বল খেলে ১০ রানে অপরাজিত আছেন।
ব্ল্যাকউডের আগে বাংলাদেশ শিবিরের আতঙ্ক কাইল মেয়ার্সকে মাত্র ৫ রানে ফেরান পেসার আবু জায়েদ রাহি।
মেয়ার্সে আউটে অবদান রয়েছে সাকিবের বদৌলতে নামা সৌম্য সরকারের।
রাহির সুইংয়ে ব্যর্থ হয়ে ওয়াইড স্লিপে ক্যাচ তুলে দেন মেয়ার্স।আর তা দুর্দান্তভাবে তালুবন্দি করেন সৌম্য।
এ নিয়ে ঝুলিতে দুটি উইকেট জমা করেছেন রাহি। এর আগে ওয়ানডাউনে নামা শেন মোজলের উইকেট শিকার করেন তিনি। রাহির অফস্টাম্পের বাইরের বল কাট করতে গিয়ে ইনসাইড এজ হয়, যা সরাসরি আঘাত হানে উইকেটে।
আউট হওয়ার আগে ৩৮ বল মোকাবিলা করে ৭ রান করেন মোজলে। রাহির পর পরই অধিনায়ক ক্রেইগ ব্রাথওয়েটকে হাফসেঞ্চুরি বঞ্চিত করেন সৌম্য সরকার।
ওপেনিংয়ে নেমে দুর্দান্ত খেলে যাচ্ছিলেন ব্রাথওয়েট। তাইজুল, মিরাজ আর নাঈমকে ভালোভাবে মোকাবিলা করে হাফসেঞ্চুরির কাছাকাছি পৌঁছে গিয়েছিলেন।
তবে তাকে আর বড় ইনিংস গড়তে দেননি সৌম্য। স্টাম্পের বাইরে করা সৌম্যর লেন্থ বলে কাট করতে গিয়ে ব্যাটে-বলে সংযোগ হয়নি ব্রাথওয়েটের। তার ব্যাট ছুঁয়ে লাল বল ধরা পড়ে স্লিপে দাঁড়িয়ে থাকা নাজমুল হাসান শান্তর হাতে।
আউট হওয়ার আগে ১২২ বলে ৪৭ রান করেন উইন্ডিজ অধিনায়ক।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত দিনের শেষ সেশনের খেলা চলছে। ৪১ ওভার শেষে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ৫ উইকেটে ২০২ রান।
সম্পাদক ও প্রকাশক : এড. আফছর আহমদ
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি