সিলেট ২৭শে জানুয়ারি, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৩ই মাঘ, ১৪২৯ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:৫০ অপরাহ্ণ, অক্টোবর ১২, ২০২০
বিনোদন ডেস্ক
মাঝে কিছুদিন দূরে থাকার পর গত বছর থেকে আবারও ছবিতে ব্যস্ত হয়ে পড়েছেন চিত্রনায়িকা আঁচল। সম্প্রতি ইয়াসির আরাফাত জুয়েলের পরিচালনায় ‘চিৎকার’ নামের একটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি।
মঙ্গলবার থেকে রাজধানীর উত্তরার একটি শুটিং স্পটে এ ছবির শুটিং শুরু হবে। আঁচলকে একজন বোবা মেয়ের চরিত্রে দেখা যাবে। মেয়েটি নানা চড়াই-উতরাইয়ের মধ্য দিয়ে জীবনযুদ্ধ চালিয়ে যায়।
এতে অভিনয় প্রসঙ্গে আঁচল বলেন, সিনেমা ক্যারিয়ারের শুরু থেকেই ভালো সব চরিত্রে অভিনয়ের সুযোগ পেয়েছি। এবারও একেবারেই ব্যতিক্রমধর্মী একটি চরিত্র পেয়েছি। অনেক গোছানো একটি কাজ হবে এটি। কারণ দীর্ঘ সময় ধরে এর মহড়া করেছি, তাতে করে শুটিংয়ের সময় চরিত্রে মানিয়ে নেয়া সহজ হবে। আশা করছি এটি আমার অভিনয় জীবনে নতুন মাত্রা যোগ করবে।
আরও কয়েকটি ছবিতে অভিনয়ের প্রস্তাব পেয়েছেন বলে জানিয়েছেন এই চিত্রনায়িকা। পাশাপাশি মিজানুর রহমান মিজানের ‘রাগী’ নামের একটি ছবির কাজও হাতে আছে তার। আঁচল অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমার নাম ‘দাগ’। তারেক শিকদার পরিচালিত এ ছবিটি গত বছর মুক্তি পায়।
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
নির্বাহী সম্পাদকঃ ধ্রুব জ্যোতি দে
ব্যবস্থাপনা সম্পাদকঃ মাহমুদা আক্তার বিউটি
আইটি সম্পাদক : মাসুম আহমদ
উপদেষ্টা সম্পাদক : এ্যাডভোকেট জাহানারা বেগম
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি