সিলেট ১১ই এপ্রিল, ২০২১ খ্রিস্টাব্দ | ২৮শে চৈত্র, ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:২৭ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৫, ২০২১
অনলাইন ডেস্ক :: মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা ইলেক্ট্রনিক পদ্ধতিতে প্রদান কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠান সোমবার দুপুরে ওসমানী স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত হয়। গণভবন থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের ৫টি উপজেলায় ভিডিও কনফারেন্সে যুক্ত হন। মৌলভীবাজারের বড়লেখার বীর মুক্তিযোদ্ধাদের সাথেও তিনি ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে কথা বলেন।
বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শামীম আল ইমরানের সঞ্চালনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বড়লেখা উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার ও ইলেক্ট্রনিক পদ্ধতিতে সম্মানী ভাতাপ্রাপ্ত মুক্তিযোদ্ধা মুহাম্মদ সিরাজ উদ্দিনের সাথে ভিডিও কনফারেন্সে কথা বলেন।
মুক্তিযোদ্ধা সিরাজ উদ্দিন বলেন, বড়লেখায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অনেক স্মৃতি রয়েছে। তিনি ১৯৭০ সালের নির্বাচনে তিনটি স্থানে প্রচারণায় অংশগ্রহণ করেন। এর আগে আরো দুইবার তিনি বড়লেখায় আসেন। আওয়ামী লীগ সরকারের আমলেই মুক্তিযোদ্ধাদের মূল্যায়ন শুরু হয়। যা আজও অব্যাহত রয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম আল ইমরান প্রধানমন্ত্রীকে জানান, বড়লেখা উপজেলায় ৪০৯ জন বীর মুক্তিযোদ্ধা ও প্রয়াত মুক্তিযোদ্ধাদের ওয়ারিশগনের মধ্যে ইলেক্ট্রনিক পদ্ধতিতে আপনার মাধ্যমে ভাতা সম্মানী ভাতা বিতরণ করা হবে। এ উপজেলার বীর মুক্তিযোদ্ধাদের কল্যাণে আপনার উপহার হিসেবে ২ কোটি ২০ লক্ষ টাকা ব্যয়ে ৩ তলা বিশিষ্ট মুক্তিযোদ্ধা কমপ্লেক্স নির্মাণ করা হয়েছে।
উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত ভিডিও কনফারেন্সে বীর মুক্তিযোদ্ধাবৃন্দ ছাড়াও পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন এমপি, জেলা প্রশাসক মো. নাহিদ আহসান, পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া, জেলা পরিষদ চেয়ারম্যান মো. মিছবাহ উদ্দিন, উপজেলা পরিষদ সোয়েব আহমেদ, সহকারী কমিশনার (ভূমি) নুসরাত লায়লা নীরা, সোনালী ব্যাংকের সিলেট বিভাগের জেনারেল ম্যানেজার বাবুল মো. আলম, মৌলভীবাজার প্রিন্সিপাল অফিসের ডেপুটি জেনারেল ম্যাসেজার দুলন কান্তি চক্রবর্ত্তী, বড়লেখা পৌরসভার মেয়র আবুল ইমাম মো. কামরান চৌধুরী, সোনালী ব্যাংক বড়লেখা শাখার ম্যানেজার পবিত্র কুমার হাওলদার, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোহাম্মদ তাজ উদ্দিন প্রমুখ। এছাড়াও প্রশাসনের বিভিন্ন দপ্তরে কর্মকর্তাবৃন্দ, জনপ্রতিনিধিবৃন্দ, প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দও উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক : এড. আফছর আহমদ
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি