সিলেট ১১ই এপ্রিল, ২০২১ খ্রিস্টাব্দ | ২৮শে চৈত্র, ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:৫৯ অপরাহ্ণ, জুন ২৪, ২০২০
স্বপন দেব, মৌলভীবাজার প্রতিনিধি :: মৌলভীবাজারের বড়লেখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এলাকায় মাস্ক ছাড়া প্রকাশ্যে চলাফেরা করার অপরাধে ১০ জনকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার ুপুরে আালত পরিচালনা করেন বড়লেখার সহকারী কমিশনার (ভূমি) নূসরাত লায়লা নীরা।
জানা গেছে, বড়লেখায় করোনা আক্রান্তের সংখ্যা দিনদিনই বেড়তে থাকলেও জনসাধারণের মধ্যে সচেতনা সৃষ্টির তেমন কোন লক্ষণ দেখা যাচ্ছেনা। করোনা সংক্রমণ প্রতিরোধে সরকারের নেয়া পদক্ষেপের তোয়াক্কা না করেই মানুষজন সামাজিক ূরত্ব বজায় না রেখে, মুখে মাস্ক ব্যবহার না করে শহরে চলাফেরা ও বিকেল ৪ টার পরও ােকানপাঠ খোলা রাখছে। বুধবার ুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এলাকায় ভ্রাম্যমাণ আালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) নূসরাত লায়লা নীরা। এসময় মুখে মাস্ক না থাকায় তিনি ১০ জনকে ১ হাজার ৬০০ টাকা জরিমানা করেন।
সহকারী কমিশনার (ভূমি) নূসরাত লায়লা নীরা জানান, করোনা সংক্রমণ প্রতিরোধে সরকারের নেয়া আইন অমান্য করায় ১০ জনকে জরিমানা করেছেন। এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশক : এড. আফছর আহমদ
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি