সিলেট ১৪ই এপ্রিল, ২০২১ খ্রিস্টাব্দ | ১লা বৈশাখ, ১৪২৮ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:৩৯ অপরাহ্ণ, জুন ২১, ২০২০
স্বপন দেব, মৌলভীবাজার প্রতিনিধি :: মৌলভীবাজারের বড়লেখা উপজেলার দক্ষিণভাগ ইউনিয়নের কাসিমনগরে চাচাত ভাইয়ের হাতে ৩ বছরের শিশু ধর্ষনের অভিযোগ উঠেছে।
ধর্ষিতার পরিবার জানায় বৃহস্পতিবার বিকেলে তার মেয়েকে ডেকে নিয়ে যায়, তারই চাচাত ভাই নবম শ্রেণী পড়ুয়া জাবেদ মিয়্ া। সেসময় সাথে তাদের ৫ বছরের ছেলে মুজাহিদ হোসেনও ছিল। হঠাৎ মেয়েটির মা কান্নার শব্দ পেয়ে তাদের বাড়িতে গিয়ে মেয়েকে রক্তাক্ত অবস্থায় পেয়ে কান্না শুরু করলে ছেলেটির পরিবারের লোকজন মেয়েটিকে নিয়ে প্রথমে বড়লেখা আজিজ মেডিকেলে যান, পরে সেখান থেকে বড়লেখা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তৃপক্ষ শিশুটিকে মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালে প্রেরণ করেন।
বর্তমানে মেয়েটি ওইখানে চিকিৎসাধীন রয়েছে। মেয়েটির মা ও বাবা জানান, তারা বড়লেখা থানায় গিয়ে শিশুটিকে দেখিয়ে এসেছেন। তারা এর উপযুক্ত বিচার চান।
বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইয়াছিনুল হক ঘটনার সত্যতা ন্বীকার করে বলেন, তাদের সাে যোগাযোগ করা হয়েছে। মামলা দিলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
সম্পাদক ও প্রকাশক : এড. আফছর আহমদ
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি