সিলেট ৫ই জুলাই, ২০২২ খ্রিস্টাব্দ | ২১শে আষাঢ়, ১৪২৯ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:১১ অপরাহ্ণ, জুলাই ৫, ২০২০
খেলা ডেস্ক :: বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাইয়ের চারটি ম্যাচ খেলেছে বাংলাদেশ। এর মধ্যে গত বছর ১৫ অক্টোবর কলকাতার যুব ভারতী ক্রীড়াঙ্গনে স্বাগতিক ভারতের সঙ্গে ১-১ গোলে ড্র করে এক পয়েন্ট কেড়ে নিয়েছিল বাংলাদেশ। বরং বলা ভালো জয়ের স্বপ্ন দেখতে থাকা বাংলাদেশ শেষ মুহূর্তের গোলে জয়বঞ্চিত হলেও ভারতের বিপক্ষে ম্যাচটিতে জামাল ভূঁইয়াদের পারফরম্যান্সে মুগ্ধ হয়েছিলেন সবাই।
বিশ্বকাপ বাছাইয়ে এখনও চারটি ম্যাচ বাকি জেমি ডের দলের। এরমধ্যে আফগানিস্তান, ভারত এবং ওমানের বিপক্ষে তিনটি ম্যাচই ঘরের মাঠে। কলকাতার সেই ম্যাচকে প্রেরণা হিসেবে নিয়ে ঘরের মাঠে ভারতকে হারানোর আশা সাদ উদ্দিনের, ‘আমার মনে হয় সেই ম্যাচে আমরা দুই দলই খুব ভালো স্কোয়াড নিয়ে নেমেছিলাম। আমাদের বর্তমান যে স্কোয়াড রয়েছে আশা করি যদি আমরা আমাদের ও ফর্ম ধরে রাখতে পারি, তাহলে ভারতের সঙ্গে আমি জয়ের সম্ভাবনা দেখি। ম্যাচটি অবশ্যই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে এবং নিজের মাঠে খেলা হওয়ায় আমরা একটু বাড়তি সুবিধা অবশ্যই পাব।’
৮ অক্টোবর আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে ফের বিশ্বকাপ বাছাই শুরু করা বাংলাদেশ ১২ নভেম্বর খেলবে ভারতের বিপক্ষে। ভারতের মাটিতে গত অক্টোবরে সেই ড্রয়ের পর এবার জয়ের আশা করা সাদ উদ্দিন আবারও গোলের আনন্দে দেশবাসীকে ভাসাতে চান, ‘নিজেদের মাঠে খেলা বরাবরই গুরুত্বপূর্ণ, তাছাড়া ভারতের বিপক্ষে খেলাটা নিঃসন্দেহে বাড়তি উত্তেজনা বহন করে। আমরা অবশ্যই শতভাগ প্রস্তুতি নিয়ে জয়ের জন্যই নামব। ব্যক্তিগতভাবে অবশ্যই গত ম্যাচের মতো গোল করে দলকে এগিয়ে দিতে চাই। তিন পয়েন্ট অর্জনই আমাদের লক্ষ্য।’
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
নির্বাহী সম্পাদকঃ ধ্রুব জ্যোতি দে
ব্যবস্থাপনা সম্পাদকঃ মাহমুদা আক্তার বিউটি
আইটি সম্পাদক : মাসুম আহমদ
উপদেষ্টা সম্পাদক : এ্যাডভোকেট জাহানারা বেগম
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি