সিলেট ১৩ই এপ্রিল, ২০২১ খ্রিস্টাব্দ | ৩০শে চৈত্র, ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:৫৪ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৯, ২০২১
অনলাইন ডেস্ক
ভারতের কনিষ্ঠ নারী বিমানচালক হলেন কাশ্মীরি কন্যা আয়েশা আজিজ।
এর মধ্য দিয়ে অধিকৃত অঞ্চলটিতে নারী ক্ষমতায়নের অণুপ্রেরণার উৎস হিসেবে বিবেচনা করা হচ্ছে ২৫ বছর বয়সী এই তরুণীকে।
এর আগে ২০১১ সালে ১৫ বছর বয়সে পাইলট প্রশিক্ষণে কনিষ্ঠ শিক্ষার্থী ছিলেন। পরের বছরে রাশিয়ার সোকোল বিমানঘাঁটিতে এমআইজি-২৯ জেট উড়ানোর প্রশিক্ষণ নিয়েছেন তিনি।
ভারতীয় গণমাধ্যম এনডিটিভি এমন খবর দিয়েছে।
এরপর বোম্বে ফ্লাইং ক্লাব (বিএফসি) থেকে স্নাতক ডিগ্রি নিয়েছেন এবং ২০১৭ সালে বাণিজ্যিক বিমান চালানোর লাইসেন্স পেয়েছেন।
গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি বলেন, গত কয়েক বছরে কাশ্মীরের নারীরা ব্যাপক উন্নতি করেছেন। আর শিক্ষাক্ষেত্রে তারা বিশেষভাবে ভালো করছেন।
আয়েশা আজিজ বলেন, আমি মনে করি, কাশ্মীরি নারীরা ভালো করেছেন। তারা মাস্টার্স ও ডক্টরেট ডিগ্রি অর্জন করছেন। এই উপত্যকার লোকজন এখন অনেক ভালো করছেন।
সম্পাদক ও প্রকাশক : এড. আফছর আহমদ
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি