সিলেট ৪ঠা ফেব্রুয়ারি, ২০২৩ খ্রিস্টাব্দ | ২১শে মাঘ, ১৪২৯ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:৫৬ অপরাহ্ণ, জুন ২৫, ২০২০
স্পোর্টস ডেস্ক :;
২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের পর ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপও আয়োজন করতে চলেছে ভারত।
আর ওই দুটি বৈশ্বিক আয়োজনে চিরবৈরী দেশ পাকিস্তানের অংশ নেয়া নিয়ে তুমুল দ্বন্দ্ব চলেছে।
২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়ার ব্যাপারে দুই দেশ একে অপরকে অদ্ভূত সব শর্ত দিচ্ছে।
আইসিসির কাছে একটি লিখিত নিশ্চয়তা চেয়ে চিঠি পাঠিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী ওয়াসিম খান ক্রিকবাজের সঙ্গে ইউটিউব চ্যানেলে এক সাক্ষাৎকারে সেই নিশ্চয়তার বিষয়ে বলেছেন, ‘আমরা ইতিমধ্যেই আইসিসির কাছে দুটি শর্ত বা দাবি জানিয়েছি। তাহলো – ভারতে খেলতে গিয়ে যাতে কোনো রকম সমস্যায় পড়তে না হয় পাক দলের। দ্বিতীয়টি হলো ভিসা পেতে যেন কোনো সমস্যায় না পড়তে হয় আমাদের। এ ব্যাপারে আমাদের লিখিত নিশ্চয়তা দিতে হবে। কয়েক মাসের মধ্যেই এ দুই বিষয়ে ভারতীয় বোর্ড নিজেদের অবস্থান পরিষ্কার করুক।’
প্রসঙ্গত, কাশ্মীর সীমান্ত বিষয়ে ভারত-পাকিস্তানের কূটনৈতিক সম্পর্ক সব সময়ই তলানিতে। যে কারণে আইসিসি টুর্নামেন্ট কিংবা এশিয়া কাপ ছাড়া ২২ গজে দেখা মেলে দুই দেশের ক্রিকেটারদের।
সম্প্রতি সীমান্ত উত্তেজনা, ভারতের সংসদে ৩৭০ ধারা বিলোপ, পুলাওয়ামায় ভারতী আধাসামরিক বাহিনীর ৪০ সেনা নিহতের বিষয়ে পাক-ভারত সম্পর্ক আরও তলানিতে গিয়ে ঠেকেছে।
এমন পরিস্থিতিতে ভারতে গিয়ে ২০২১ সালে এবং ২০২৩ সালে পাকিস্তান দলের বিশ্বকাপ খেলতে যাওয়া নিয়ে উদ্বেগ থাকছেই।
তথ্যসূত্র: ইন্ডিয়া টুডে, জি নিউজ
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
নির্বাহী সম্পাদকঃ ধ্রুব জ্যোতি দে
ব্যবস্থাপনা সম্পাদকঃ মাহমুদা আক্তার বিউটি
আইটি সম্পাদক : মাসুম আহমদ
উপদেষ্টা সম্পাদক : এ্যাডভোকেট জাহানারা বেগম
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি