সিলেট ১৭ই এপ্রিল, ২০২১ খ্রিস্টাব্দ | ৪ঠা বৈশাখ, ১৪২৮ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:৪৪ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১২, ২০২১
অনলাইন ডেস্ক
ভারতের তামিলনাডুতে একটি আতশবাজি কারখানায় বিস্ফোরণের ঘটনায় অন্তত ১১ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও ৩৬ জন আহত হয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিস্ফোরণের ঘটনায় শোক প্রকাশ করেছেন। খবর-এনডিটিভির।
শুক্রবার রাজ্যের বিরুধুনগরে এ ঘটনা ঘটে। চেন্নাই থেকে ৫০০ কিলোমিটার দূরে এ কারখানাটির অবস্থান।
স্থানীয় সময় দুপুর ১টা ৩০ মিনিটের দিকে কারখানায় বিস্ফোরণের ঘটনা ঘটে। ওই সময় কারখানাটিতে আতশবাজি তৈরির জন্য কিছু রাসায়নিক মিশ্রিত করা হচ্ছিল। বারুদসহ বিপুল পরিমাণ দাহ্য পদার্থ কারখানায় ছড়িয়ে ছিটিয়ে থাকায় সহজেই আগুন ছড়িয়ে পড়ে।
রাজ্যের মুখ্যমন্ত্রী ই পালানিস্বামী নিহতদের পরিবারকে তিন লাখ ও আহতদের এক লাখ রুপি দেওয়ার ঘোষণা দিয়েছেন।
অপরদিকে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে নিহতদের পরিবারকে দুই লাখ ও আহতদের পরিবারকে ৫০ হাজার রুপি দেওয়ার ঘোষণা দেওয়া হয়।
সম্পাদক ও প্রকাশক : এড. আফছর আহমদ
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি