সিলেট ২১শে এপ্রিল, ২০২১ খ্রিস্টাব্দ | ৮ই বৈশাখ, ১৪২৮ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:১৮ অপরাহ্ণ, জুন ১৩, ২০২০
অনলাইন ডেস্ক :; ভারতে কোভিড-১৯ রোগী ৩ লাখ ছাড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় প্রায় ২৯০৩ জন শনাক্ত হয়েছেন। এ নিয়ে দেশটিতে মোট সংক্রমিত ৩ লাখ ৪ হাজার ১৯ জন।
রাজ্যভিত্তিক হিসাবে মহারাষ্ট্রে সংক্রমিত ১ লাখ ১ হাজার ১৪১ জন। এর পরই তামিলনাড়ুতে সংক্রমিত ৪০ হাজারের বেশি।
সংক্রমণের বিচারে বিশ্বের চতুর্থ ভারত। মোট মৃত ৮৪৯৮। একদিনে সর্বোচ্চ মৃত ৩৯৬ জন।
বৃহস্পতিবার পর্যন্ত সুস্থ হয়েছে এক লাখ ৪৭ হাজারের বেশি মানুষ।
একদিনে মহারাষ্ট্রে সংক্রমিত ৩ হাজার ৭১৭ জন। মৃত ১২৭। সংক্রমণের সংখ্যা ধরলে এই রাজ্যের মোট সংক্রমিত এক লাখ ছাড়াল। মৃত ২ হাজার ৪৪ জন।
দিল্লির অবস্থা আরও শোচনীয়। জুলাইয়ের শেষে সংক্রমিতের সংখ্যা লক্ষাধিক ছাড়াবে। এমনটাই আশঙ্কা রাজ্যের আপ সরকারের।
তবে দিল্লি সরকার বলেছে, তারা লকডাউন বাড়াবে না। সূত্র: এনডিটিভি।
সম্পাদক ও প্রকাশক : এড. আফছর আহমদ
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি