সিলেট ২৭শে জানুয়ারি, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৩ই মাঘ, ১৪২৯ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:৩৭ অপরাহ্ণ, অক্টোবর ১১, ২০২০
অনলাইন ডেস্ক
দুই মাসের মধ্যে যৌন নির্যাতনের তদন্ত সমাপ্তের নির্দেশনা দেয়া হয়েছে ভারতে। এ বিষয়ে সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলোতে নতুন নির্দেশনা পাঠিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
নারীর প্রতি যৌন সহিংসতা রোধে আইনি জটিলতা কমিয়ে দ্রুত ব্যবস্থা নিতে বেশ কিছু নির্দেশনা দিয়েছে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
এ ধরনের ঘটনায় দুই মাসের মধ্যে পুরো তদন্ত সমাপ্ত করার নির্দেশ দিয়েছে দেশটি।
টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, শনিবার ভারতের সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলোতে নতুন নির্দেশনা পাঠিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এতে নারীদের প্রতি সব ধরনের সহিংসতার ক্ষেত্রে পুলিশি পদক্ষেপ বাধ্যতামূলক বলা হয়েছে।
দ্রুত পদক্ষেপ নিতে গাফিলতি করলে তার জন্য কঠোর ব্যবস্থা নেয়া হবে বলেও হুশিয়ারি দেয়া হয়েছে এ আদেশে।
এছাড়া, নির্যাতনের শিকার হয়ে মৃত্যুপথযাত্রী কারও জবানবন্দি ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে নেয়া না হলেও সেটি বাতিল করা যাবে না বলে ঘোষণা দিয়েছে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
অভিযুক্তের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নিতে ব্যর্থ হলে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে বলেও হুশিয়ারি দেয়া হয়েছে।
সম্প্রতি ভারতের উত্তরপ্রদেশের হাথরসে ঘটে যাওয়া মর্মান্তিক ঘটনার পর কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এই নির্দেশনা তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা।
এছাড়া ভারতের ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরোর (এনসিআরবি) এক প্রতিবেদনে জানানো হয়েছে, দেশটিতে ধর্ষণ থেকে শুরু করে অপহরণ, অ্যাসিড হামলা বা ঘরোয়া নির্যাতন- নারীদের প্রতি সবধরনের অপরাধের গ্রাফই ঊর্ধ্বমুখী।
২০১৯ সালে দেশটিতে প্রতিদিন গড়ে ৮৭ জন নারী ধর্ষণের শিকার হয়েছেন।
হাথরসের ঘটনা এবং এনসিআরবির প্রতিবেদন- এ দুটির সম্মিলিত চাপে পড়েই কেন্দ্রীয় সরকার এ পদক্ষেপ নিয়েছে বলে মনে করছেন অনেকে।
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
নির্বাহী সম্পাদকঃ ধ্রুব জ্যোতি দে
ব্যবস্থাপনা সম্পাদকঃ মাহমুদা আক্তার বিউটি
আইটি সম্পাদক : মাসুম আহমদ
উপদেষ্টা সম্পাদক : এ্যাডভোকেট জাহানারা বেগম
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি