সিলেট ১৭ই এপ্রিল, ২০২১ খ্রিস্টাব্দ | ৪ঠা বৈশাখ, ১৪২৮ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:০৩ অপরাহ্ণ, মার্চ ৬, ২০২১
অনলাইন ডেস্ক
কাজের ক্ষেত্রে বরাবরই বেশ প্রফেশনাল পিয়া জান্নাতুল। তাইতো মাতৃত্বের স্বাদ পাওয়ার মাত্র তিন সপ্তাহের মাথায় ফের সমহিমায় দেখা গেল এই তারকাকে। গত বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে আয়োজিত ফ্যাশন শোয়ের ‘শো স্টপার’ ছিলেন পিয়া। রয়েল আর্টিলারের এ শো’তে ডিজাইনার ছিলেন সেলিনা নুসরাত। মজার বিষয় হলো মঞ্চে যখন পিয়া ছিলেন তার শিশু পুত্র অ্যারিস ছিল দর্শক সারিতে। এছাড়া, সেলিব্রেটি গেস্ট হিসেবে আরও একটি প্রোগ্রামে যোগ দিতে আগামিকাল চট্টগ্রাম যাবেন পিয়া।
এদিকে, মা হওয়ার পর পিয়ার এত দ্রুত প্রত্যাবর্তনের খবরে অনেকেই চমকে উঠেছেন। এছাড়া কেউ কেউ প্রশ্ন করছেন তিন সপ্তাহের মধ্যে নিজেকে আবারও পুরোপুরি ফিট হিসেবে তৈরি করলেন কীভাবে? কারণ, মাত্র তিন সপ্তাহ আগে পুত্র সন্তানের জন্ম দেন পিয়া। কম বেশি শারিরীক জটিলতা তো থাকার কথা। অথচ এসব কিছু ছাপিয়ে অল্প সময়ের মধ্যেই কাজে প্রত্যাবর্তন করলেন তিনি। এমনকি তার দ্রুত ওজন হ্রাস অনেকটাই চোখে পড়ার মতো। সবাই নাকি এ বিষয়টাই জোর দিয়ে জানতে চাচ্ছেন পিয়ার কাছে। বাংলাদেশ প্রতিদিনকে এমনটাই জানালেন তিনি। পিয়া বলেন, কাজের প্রতি যে প্যাশন ও দায়িত্ববোধ তা থেকে নিজেকে তৈরি করেছি। আর দ্রুত ওজন কমানোর বিষয়টি না হয় রহস্যই থাকুক। সবকিছু ঠিক থাকলে সোমবার চট্টগ্রামে একটি অনুষ্ঠানে যোগ দেবো। সেখানেও অ্যারিসকে নিয়ে যাবো।
উল্লেখ্য, গত ৭ ফেব্রুয়ারি রাজধানীর একটি হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে পুত্র সন্তানের জন্ম দেন পিয়া।
সম্পাদক ও প্রকাশক : এড. আফছর আহমদ
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি