সিলেট ২রা জুলাই, ২০২২ খ্রিস্টাব্দ | ১৮ই আষাঢ়, ১৪২৯ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:৪১ অপরাহ্ণ, জুলাই ২, ২০২০
শামীমা শাহরিয়ার এমপি ::
একটি আড়ম্বরপূর্ণ বিয়ে অনুষ্ঠানের আরো অনেক রীতিনীতি বিসর্জনের সাথে মধুচন্দ্রিমার স্বপ্নটিও আমাকে বিসর্জন দিতে হয়েছিলো।
বউভাত অনুষ্ঠানে আমাদের পরিবারের সবাইকে চমকে দিয়েছিলো শ্বশুরবাড়ির কোনও পোষাক না পরে নিজের সিম্পল পোষাকে হাজির হয়ে জানান দিলো সে সবার মতো নয়।
আমাদের পরিবারের এরেঞ্জ করা দেশেবিদেশের হানিমুনের সকল আকর্ষণ এড়িয়ে আমাকে নিয়ে গেলো তার গ্রামের বাড়ীতে।
নৌকায়, পায়ে হেঁটে, জমির আইল দিয়ে, নদীর পাড় বেয়ে সিলেট থেকে চার পাঁচ ঘন্টার পথ পাড়ি দিয়ে কয়েকশত নারী-পুরুষের সামনে দাঁড় করিয়ে নাতিদীর্ঘ এক বক্তৃতা দিয়ে বলে,
এখানেই হবে তোমার
” মধুচন্দ্রিমা”।
এই লুংগিপরা, শাড়ী পরা, খালি পায়ের মানুষগুলোই হবে তোমার মধুর স্বজন।
কাঁদামাটির বিছানা, সবুজ মাঠ, বাঁকা নদীর স্বচ্ছজল আর হিজল করচের বাগানই হবে তোমার সারাজীবনের মধুচন্দ্রিমার বাসর।
এখানেই মাসে মাসে, বছরে বছরে, যুগে যুগে খুঁজে নিতে মধুচন্দ্রিমার প্রেমের যতো আয়োজন।
বলেই হ্যাজাক লাইট জ্বালিয়ে, শামিয়ানা টানিয়ে,হই হুল্লুর, বাড়ির সামনে বাউল গানের আসর।
সারারাত গ্রামের আত্মীয় বন্ধু বান্ধবের সাথে আড্ডা। গান। চা। মুড়ি। জিলাপি।
পরের দিন। জিয়াফত। শান্তিপুরের বাগে পিকনিক।
শত শত নারী-পুরুষের উৎসাহী দৃষ্টি। নিজের কান্না কোথায় লুকাই।
পাগলামীর শেষ হবে কোথায়?
এ কেমন স্বপ্নবাজকে বিয়ে করলাম?
উত্তর হলো, এটাই জীবন। পুর্বপুরুষের ঐতিহ্যের ডালিম গাছেই পানি ঢালতে হবে। শহুরে ইগো ছাড়তেই হবে।
এই স্বপ্ন বাজের সাথেই দীর্ঘ বিশ বছর। আমি নিজেও হয়ে গেছি হাওরের স্বপ্নের ফেরিওয়ালি। মানুষের ভালোবাসায় পেয়েছি নতুন জীবন। হাওরের জলে সাজিয়েছি নিজের জীবন। কাঁদামাটি আর সবুজের সাথে উপভোগ করি মধুচন্দ্রিমার সুখের আস্বাদ।
জলের মতো স্বচ্ছ, স্বর্ণলতার মতো নরম। আবার আত্বসম্মানবোধের বেলায় পাথরের মতো শক্ত এই স্বপ্নবাজ প্রেমিকটির আজ জন্মদিন।
বৃষ্টি। কদম ফুল। তোমার খুব প্রিয়। আজ বৃষ্টির রাত। কদম ফুটছে কি?
আমি খুব হিংসা করছি। মানুষেরা তোমাকে কতো ভালোবাসে।
আমি আরো হিংসা করতে চাই।
আরো। আরো বেশী ভালোবাসায় ভরপুর হও তুমি। তোমার সাথে আমি। ছেলে মেয়ে। আমরাও।।
শুভ জন্মদিন।।
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
নির্বাহী সম্পাদকঃ ধ্রুব জ্যোতি দে
ব্যবস্থাপনা সম্পাদকঃ মাহমুদা আক্তার বিউটি
আইটি সম্পাদক : মাসুম আহমদ
উপদেষ্টা সম্পাদক : এ্যাডভোকেট জাহানারা বেগম
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি