সিলেট ২৮শে জানুয়ারি, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৪ই মাঘ, ১৪২৯ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:২৪ অপরাহ্ণ, জুন ২৩, ২০২০
অনলাইন ডেস্ক :;
বিশ্বে সবচেয়ে বেশি মাংস প্রক্রিয়াজাত করার স্থানেই করোনায় আক্রান্তের সংখ্যা বেশি। যুক্তরাজ্য, ফ্রান্স, স্পেন ও যুক্তরাষ্ট্রে শত শত কর্মীরা আক্রান্ত হয়েছেন মাংস প্রক্রিয়াজাত করার স্থানে।
বিবিসি জানিয়েছে, শুধুমাত্র জার্মানিতে এমন একটি প্লান্টেই ১৫০০ জনের বেশি শ্রমিক-কর্মচারী করোনায় আক্রান্ত হয়েছেন। এরপরই দেশটির পুনরায় লকডাউন করা হয়।
বলা হচ্ছে, মূলত মাংস যেখানে প্রক্রিয়াজাত করা হয় সেটিই সবচেয়ে ভাইরাস সংক্রমণের জন্য উপযুক্ত জায়গা। করোনাভাইরাস ড্রপলেট থেকে সংক্রমণ হয়, এই ড্রপলেটের উৎস হতে পারে কফ, সর্দি। এটি আক্রান্ত ব্যক্তি থেকে ছড়িয়ে পড়ে।
মাংস যেখানে প্রস্তুত হয় সেটি ঠাণ্ডা ও স্যাতস্যাতে থাকে, ওয়ারউইক বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক বলেন এসব জায়গায় ড্রপলেট ছড়ায় সহজে এবং টিকে থাকে অনায়াসে।
যেখানে মাংস প্রক্রিয়াজাত করা হয়, সেখানে কর্মীরা লাইনে দাঁড়িয়ে কাজ করে। ফলে দুই মিটার দূরত্ব রাখা সম্ভব হয় না।
গক ডিসেম্বরে চীনের উহানের একটি বাজারে প্রথমে করোনা সংক্রমণ দেখা দেয়। পরবর্তীতে এটি বিশ্বের ২১০টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়ে।
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
নির্বাহী সম্পাদকঃ ধ্রুব জ্যোতি দে
ব্যবস্থাপনা সম্পাদকঃ মাহমুদা আক্তার বিউটি
আইটি সম্পাদক : মাসুম আহমদ
উপদেষ্টা সম্পাদক : এ্যাডভোকেট জাহানারা বেগম
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি