সিলেট ৫ই ফেব্রুয়ারি, ২০২৩ খ্রিস্টাব্দ | ২২শে মাঘ, ১৪২৯ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:৩৩ অপরাহ্ণ, জুন ২৫, ২০২০
মাধবপুর প্রতিনিধি :: হবিগঞ্জের মাধবপুরে শাহজাহানপুর ইউনিয়নের বৈশ্বিক মহামারী করোনা প্রভাবে কর্মহীন হয়ে পড়া দরিদ্র নৃ-গোষ্ঠির মধ্যে আজ সুরমা চা বাগানে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার চাল বিতরণ করা হয়।
বৃহস্পতিবার সকালে সুরমা চা বাগানের ১২শ চা শ্রমিকের মাঝে ১৫ কেজি চাল বিতরণ করা হয়।
সুরমা চা বাগানের ব্যবস্থাপক এম এ কাসেম বলেন, করোনার প্রাদুর্ভাবের কারণে চা বাগানে অর্থনৈতিক মন্দাভাব দেখা দিয়েছে। নিম্ন আয়ের বহু শ্রমিক অভাব অন্টনের মধ্যে দিনাতিপাত করছে।এই মুহুর্তে মাধবপুর উপজেলা নির্বাহি কর্মকর্তা তাসনূভা নাস্তারান জেলা প্রশাসকের নির্দেশে চা শ্রমিকদের জন্য চাল দেওয়াতে অনেক উপকার হয়েছে।
চাল বিতরণ কালে অন্যান্যদের মধ্যে উপস্হিত ছিলেন,সিনিয়র সহকারি ব্যবস্থাপক মলয় দেব রায়, জাকির হোসেন, কমল সরকার, মিরন হোসেন, ইউপি সদস্য লতিফ হোসেন, ভ্যালি সভাপতি রবীন্দ্র গৌড়।
ভ্যালী সভাপতি বলেন, চা-বাগানগুলোতে সাধারণত এক পরিবার থেকে একজনই চা-বাগানে কাজ করেন এবং তার দৈনিক আয় ১০২ টাকার নগদ মজুরি ও কিছু রেশন সুবিধা। কিন্তু, পাঁচ সদস্যের পরিবারের পক্ষে এইটুকু দিয়ে বেঁচে থাকা খুবই কঠিন। প্রায় চা-বাগানে যত শ্রমিক তার থেকেও বেশি মানুষ ঠিকাদারের মাধ্যমে বা নিজেরা কাজ খুঁজে প্রতিদিন রোজগার করেন।
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
নির্বাহী সম্পাদকঃ ধ্রুব জ্যোতি দে
ব্যবস্থাপনা সম্পাদকঃ মাহমুদা আক্তার বিউটি
আইটি সম্পাদক : মাসুম আহমদ
উপদেষ্টা সম্পাদক : এ্যাডভোকেট জাহানারা বেগম
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি