সিলেট ৬ই জুলাই, ২০২২ খ্রিস্টাব্দ | ২২শে আষাঢ়, ১৪২৯ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:৪৫ অপরাহ্ণ, আগস্ট ২৭, ২০২০
অনলাইন ডেস্ক :
মার্কিন প্রতিষ্ঠান মডার্নার করোনাভাইরাসের টিকার পরীক্ষামূলক প্রয়োগে বয়স্ক লোকজনের বেলায়ও ভালো ফল দেখা গেছে।
যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটসভিত্তিক জৈবপ্রযুক্তি প্রতিষ্ঠান মডার্না বয়স্ক লোকজনের ওপর চালানো একটি পরীক্ষার ফল বুধবার প্রকাশ করেছে। খবর রয়টার্সের।
তাদের দাবি, করোনার টিকাটি প্রাথমিক পরীক্ষায় তরুণদের পাশাপাশি ৫৬ বছর বয়সী ব্যক্তিদের বেলায়ও সমান অ্যান্টিবডি তৈরি করেছে।
বয়স বিবেচনায় করোনার ক্ষেত্রে সবচেয়ে ঝুঁকিপূর্ণ মনে করা হয় ৫০ পার হওয়া লোকজনকে। আশঙ্কা করা হচ্ছিল, করোনার টিকা বয়স্ক ব্যক্তিদের বেলায় যথেষ্ট সুরক্ষা দিতে পারবে না। কিন্তু মডার্নার টিকা তাদের ক্ষেত্রেও আশাব্যঞ্জক ফল দিয়েছে বলে দাবি করছে গবেষণাকারী প্রতিষ্ঠানটি।
যুক্তরাষ্ট্রের সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের তথ্য অনুযায়ী, কম বয়সী মানুষের তুলনায় বয়স্ক লোকজনের হাসপাতালে ভর্তি ও মৃত্যুঝুঁকি বেশি।
কারণ তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বয়সের সঙ্গে সাধারণভাবে দুর্বল হয়ে যায়। তাই কোনো টিকা তাদের শরীরে কার্যকর হওয়া কঠিন।
মডার্নার দাবি, তাদের টিকা ১৮ থেকে ৫৫ বছর বয়সী মানুষের ক্ষেত্রে রোগ প্রতিরোধের প্রতিক্রিয়া দেখিয়েছে। টিকাটি নিরাপদ ও এর পার্শ্বপ্রতিক্রিয়া নেই। ওই সময় বয়স্ক আরও মানুষের শরীরেও টিকাটির পরীক্ষা করার কথা জানায় প্রতিষ্ঠানটি।
এ মাসের শুরুতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ১০ কোটি ডোজ মডার্নার টিকা ১৫০ কোটি মার্কিন ডলারে কেনার ঘোষণা দেন।
মডার্নার টিকাটি যুক্তরাষ্ট্রের দ্রুত টিকা খোঁজার কার্যক্রম ‘অপারেশন র্যাপ স্পিড’ কর্মসূচির আওতায় রয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
নির্বাহী সম্পাদকঃ ধ্রুব জ্যোতি দে
ব্যবস্থাপনা সম্পাদকঃ মাহমুদা আক্তার বিউটি
আইটি সম্পাদক : মাসুম আহমদ
উপদেষ্টা সম্পাদক : এ্যাডভোকেট জাহানারা বেগম
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি