সিলেট ১২ই এপ্রিল, ২০২১ খ্রিস্টাব্দ | ২৯শে চৈত্র, ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:৩৮ অপরাহ্ণ, জুন ২৩, ২০২০
সিল-নিউজ-বিডি ডেস্ক :: মালয়েশিয়ার রাজধানীর সানওয়ে সিটি এলাকায় অভিযান চালিয়ে বাংলাদেশিসহ তিন জনকে দেড় কোটি টাকার ইয়াবাসহ গ্রেফতার করেছে দেশটির পুলিশ।
রাজধানীর সুবাং জায়া জেলা পুলিশের সহকারী কমিশনার রিসিকিন সতীমান সোমবার (২২ জুন) এক সংবাদ সম্মেলনে একথা জানান।
তিনি বলেন, বৃহস্পতিবার (১৮ জুন) সুবাং জায়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অপরাধ তদন্ত বিভাগের অভিযানে রাত সাড়ে ৮টায় একটি প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে ২০ প্যাকেট ইয়াবাসহ (২১ কেজি) তিন জনকে গ্রেফতার করা হয়। তবে তদন্তের স্বার্থে পুলিশ তাদের নাম প্রকাশ করেনি।
আটককৃতদের মধ্যে একজন বাংলাদেশি। যার বয়স ৩০ থেকে ৪০ বছরের মধ্যে। এসময় তাদের কাছ থেকে নগদ ১০ হাজার মালয় রিংগিত (২ লাখ টাকা) উদ্ধার করা হয়।
সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, উদ্ধার করা ইয়াবার আনুমানিক মূল্য মালয় রিংগিতে ৮ লাখ (১ কোটি ৬০ লাখ টাকা)। গ্রেফতার হওয়াদের ইউরিন পরীক্ষা করে দুইজনের ড্রাগ-পজিটিভ পাওয়া গেছে। এ সময় দুটি প্রাইভেটকার জব্দ করা হয়েছে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনের ৩৯বি ১৯৫২ ধারায় ৭ দিনের রিমান্ডে জিজ্ঞাসাবাদ চলছে বলে তিনি উল্লেখ করেন।
সম্পাদক ও প্রকাশক : এড. আফছর আহমদ
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি