সিলেট ১৭ই এপ্রিল, ২০২১ খ্রিস্টাব্দ | ৪ঠা বৈশাখ, ১৪২৮ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:২৪ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৭, ২০২১
অনলাইন ডেস্ক
মেয়াদ বাড়ল মালয়েশিয়ায় কর্মী প্রেরণে এমওইউ বা সমঝোতা স্মারকের। তবে শ্রমবাজার চালুর বিষয়ে রিক্রুটিং এজেন্সির সংখ্যা নিয়ে একমত হতে পারেনি দুই দেশ। ১৭ ফেব্রুয়ারি দুই দেশের যৌথ ওয়ার্কিং গ্রুপের ভার্চুয়াল বৈঠক শেষে এসব কথা জানান প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ।
শ্রমবাজার চালুর বিষয়ে মন্ত্রী জানান, করোনাভাইরাস পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার আগপর্যন্ত মালয়েশিয়া শ্রমবাজার চালু হওয়া কঠিন হবে। করোনা পরস্থিতি স্বাভাবিক হলে শ্রমবাজার চালু হবে। এছাড়া আমাদের লক্ষ্য হলো কর্মীদের কম খরচে মালয়েশিয়ায় পাঠানো। তবে আমি চাই না রিক্রুটিং এজেন্সিগুলো কোনো কারণে ক্ষতিগ্রস্ত হোক। কারণ এ খাতে তাদের অনেক বিনিয়োগ রয়েছে।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী ইমরান আহমেদ আরও জানান, ছুটিতে এসে দেশে আটকে পড়া শ্রমিকদের ফিরিয়ে নেয়ার বিষয়ে আলোচনা হয়েছে। মালয়েশিয়া তাদের পর্যায়ক্রমে ফিরিয়ে নিতে সম্মত হয়েছে।
এর আগে দুপুর সাড়ে ১২টার দিকে অনলাইনে দ্বিতীয় দিনের মতো এ বৈঠক শুরু হয়। বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এবং মালয়েশিয়ার পক্ষে দেশটির মানবসম্পদ মন্ত্রী সারাভানান।
সম্পাদক ও প্রকাশক : এড. আফছর আহমদ
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি