সিলেট ৩১শে জানুয়ারি, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৭ই মাঘ, ১৪২৯ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:৩৪ অপরাহ্ণ, জুন ২১, ২০২০
সিল-নিউজ-বিডি ডেস্ক :: নড়াইলে প্রিয় ক্রিকেটার ও এমপি মাশরাফি বিন মুর্তজার সুস্থতা কামনা করে জেলা ছাত্রলীগের দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার মাগরিবের নামাজের পর জেলা ছাত্রলীগের আয়োজনে শহরের নির্মাণাধীন জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে ইমাম মাওলানা রফিউদ্দিন এ দোয়া পরিচালনা করেন।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগের সভাপতি চঞ্চল শাহরিয়ার মীম, সাধারণ সম্পাদক রকিবুজ্জামান পলাশসহ ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
এ ছাড়া উপস্থিত ছিলেন মাওলানা ইসহাক হিরা, মুয়াজ্জিন মো. ইসমাইল হোসেন প্রমুখ।
এ বিষয় জেলা ছাত্রলীগের সভাপতি চঞ্চল শাহরিয়ার মীম যুগান্তরকে বলেন, বাংলাদেশের তরুণ প্রজন্মের উদীয়মান নেতা, নড়াইলবাসীসহ সর্বস্তরের মানুষের আশার আলো এমপি মাশরাফি বিন মুর্তজা করোনায় আক্রান্ত হওয়ায় আমরা ছাত্রলীগ পরিবার মর্মাহত ও চিন্তিত।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনাকাল থেকে প্রিয় নেতা দেশের মানুষের জন্য কাজ করে যাচ্ছেন। তারই ধারাবাহিকতায় তিনি নড়াইলবাসীর জন্য একের পর এক ব্যতিক্রমধর্মী উদ্যোগ গ্রহণ করে সেবা দিয়ে চলেছেন।
আমরা আশা করি, তিনি আল্লাহর অশেষ রহমতে নড়াইল তথা দেশবাসীর দোয়ায় আবারও সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসবেন।
অন্যদিকে বরাবরের মতো নড়াইলসহ দেশবাসীর কল্যাণে নিজেকে নিয়োজিত করবেন।
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
নির্বাহী সম্পাদকঃ ধ্রুব জ্যোতি দে
ব্যবস্থাপনা সম্পাদকঃ মাহমুদা আক্তার বিউটি
আইটি সম্পাদক : মাসুম আহমদ
উপদেষ্টা সম্পাদক : এ্যাডভোকেট জাহানারা বেগম
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি