সিলেট ২৭শে জুন, ২০২২ খ্রিস্টাব্দ | ১৩ই আষাঢ়, ১৪২৯ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:৩৩ অপরাহ্ণ, জুলাই ১৭, ২০২১
অনলাইন ডেস্ক
তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ও মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি অ্যাডভোকেট সুলতানা কামাল বলেছেন- আমাদের বর্তমান প্রধানমন্ত্রী জনপ্রিয় প্রধানমন্ত্রী। তিনি বারবার হাত জোড় করে অনুরোধ করছেন মাস্ক পরুন। কিন্তু আমরা সেটি আমলে নিচ্ছি না। মাস্ক না পরাও একটা মানবতার লঙ্ঘন।
তিনি বলেন, যার যেখানে দায়বোধ আছে, তারা সেখানে দায়িত্ব পালন করছেন না। আর এ কারণে সমাজে অস্থিরতা দেখা দিচ্ছে। এতে মানবাধিকার লঙ্ঘনের মত ঘটনা ঘটছে।
শনিবার (১৭ জুলাই) বিকালে সিলেট নগরীর জিন্দাবাজারে মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশনের উদ্যোগে (এমএসএফ) ও বাংলাদেশ হিউম্যান রাইটর্স জার্নালিস্ট কমিশনের আয়োজনে জেলা পর্যায়ে মানবাধিকার কর্মীদের নিয়ে আলোচনা সভায় তিনি একথাগুলো বলেন।
সভায় প্রধান অতিথির বক্তব্যে সুলতানা কামাল বলেন- বাংলাদেশ অনেক এগিয়ে গেছে। এটা একদিনে সম্ভব হয়নি। এজন্য অনেক কাঠখড় পোহাতে হয়েছে। প্রশিক্ষিতদের সঙ্গে যুদ্ধ করে বিজয় ছিনিয়ে এনেছিলেন গ্রামের খেটে খাওয়া নিরস্ত্র লোকজন। তাই এদেশ একদিনে তৈরী হয়নি। বিগত কয়েক বছরে দেশের একটা ম্যাজিকেল পরিবর্তন হয়েছে। এই পরিবর্তনের কারণেই বিশ্বের অনেক দেশই এখন বাংলাদেশকে মূল্যায়ন করতে হয়।
মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশনের যুগ্ম আহ্বায়ক বিশিষ্ট আইনজীবী এমাদ উল্লাহ শহিদুল ইসলামের সভাপতিত্বে ও ফাউন্ডেশনের প্রধান নির্বাহী অ্যাডভোকেট সাইদুর রহমানের সঞ্চালনায় শুরুতেই স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ হিউম্যান রাইটস্ জার্নালিস্ট কমিশনের সভাপতি ফয়সল আহমদ বাবলু।
বক্তব্য দেন- সিলেট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রশীদ রেনু, সিলেট যুব একাডেমীর পরিচালক এইচ এম ফয়সল আহমদ, এমএসফ’র টিপু সুলতান, বাংলাদেশ হিউম্যান রাইটস্ জার্নালিস্ট কমিশনের সাধারণ সম্পাদক আহমাদ সেলিম, বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) সিলেটের সাধারণ সম্পাদক আব্দুল করিম কিম, মানবাধিকার কর্মী মিনহাজ সামাদ চৌধুরী, সাংবাদিক রবি কিরণ সিংহ রাজেশ, বিলকিছ আক্তার সুমি, অমিতা সিনহা, সোহেল আহমদ পাপ্পু, সমকালের স্টাফ ফটো সাংবাদিক ইউসুফ আলী, ব্যবসায়ী বদরুল ইসলাম, জাকির আহমদ চৌধুরী, সমাজকর্মী আরিফ আহমদ, জয়নাল আলী, তৃণমূল নারী উদ্যোক্তা সেলিনা বেগম, মানবাধিকার কর্মী এনামুল ইসলাম, জহুরা ইসলাম নাজনিন, সৈয়দ মিজানুর রহমান, শিউলি বেগম প্রমুখ।
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
নির্বাহী সম্পাদকঃ ধ্রুব জ্যোতি দে
ব্যবস্থাপনা সম্পাদকঃ মাহমুদা আক্তার বিউটি
আইটি সম্পাদক : মাসুম আহমদ
উপদেষ্টা সম্পাদক : এ্যাডভোকেট জাহানারা বেগম
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি