সিলেট ১২ই এপ্রিল, ২০২১ খ্রিস্টাব্দ | ২৯শে চৈত্র, ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:৫২ অপরাহ্ণ, জুন ১৩, ২০২০
স্পোর্টস ডেস্ক :; মহামারী করোনার কারণে তিন মাস ধরে ঘরবন্দি হয়ে থাকায় আউটডোর অনুশীলনে নেই জাতীয় দলের ক্রিকেটাররা।
ক্রিকেটারদের অনুশীলনে ফেরাতে সম্প্রতি স্বাস্থ্যবিধি মেনে এবং শারীরিক দূরত্ব বজায় রেখেই মাঠে ক্রিকেটাররা অনুশীলন করতে পারবেন বলে গাইডলাইন দিয়েছে বিসিবি।
যদিও ক্রিকেটারদের মাঠের অনুশীলনে নিরুৎসাহী করছে বোর্ড।
সেই অনুমতির পরই আজ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে দেখা গেল ক্রিকেটার শামসুর রহমান শুভকে। স্বাস্থ্যবিধি মেনে ফিটনেস অনুশীলন করেছেন তিনি।
মুশফিক-তামিমদের মতো বাসায় অনুশীলনের সুযোগ না থাকায় তিনি মাঠে এসেছেন বলে জানান শামসুর রহমান।
তিনি বলেন, আমার বাসায় প্র্যাকটিসের সুযোগ-সুবিধা তেমন একটা নেই। তাই স্টেডিয়ামে গিয়েছি। এতে আমারই ভালো হয়েছে। কারণ দেশে করোনা সংক্রমণের ঊর্ধ্বমুখী থাকায় কেউ এখন মাঠে আসে না। তাই একা একা যতটা পারা যায় অনুশীলন করি। যে ধরনের কাজগুলো করি তাতে সাপোর্ট স্টাফের সহযোগিতা লাগে না। কারও সংস্পর্শেও যাই না।
ফিটনেস ধরে রাখতে মোহাম্মদ সাইফউদ্দিন নোয়াখালীতে একা একা নেটে বোলিং করেছেন। ফিটনেস বাড়াতে তারকা ক্রিকেটার মুশফিকুর রহিম ঘর থেকে বেরিয়ে গুলশানের বাসার সামনের সড়কে দৌড় দিয়ে শরীর ঠিক করেছেন। এদিকে নারায়ণগঞ্জে মাঠে অনুশীলন করছেন রনি তালুকদার।
সম্পাদক ও প্রকাশক : এড. আফছর আহমদ
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি