সিলেট ২রা জুলাই, ২০২২ খ্রিস্টাব্দ | ১৮ই আষাঢ়, ১৪২৯ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:৩৭ অপরাহ্ণ, জুলাই ২, ২০২০
নিজস্ব প্রতিবেদক : সিলেট নগরীর মীরের ময়দানের সেই দোকান সমঝে নেওয়ার আগেই লুট হলো ১২ লাখ টাকার মালামাল। বৃহস্পতিবার দুপুরে দোকান মালিক ব্যবসায়ী অনন্ত মোহন পাল রাজনৈতিক ও পেশাজীবিদের উপস্থিতিতে দোকানটি সমঝে নেন। সম্প্রতি কর্মচারি সাইফুল ইসলাম ব্যবসায়িক অংশীদার দাবি করে ব্যবসা প্রতিষ্ঠান তালাবদ্ধ করে গাঢাকা দেন। কিন্তু সবার উপস্থিতিতে এমএম এন্টারপ্রাইজ নামক দোকানের তালা ভেঙে দোকানে মালামাল লুটের বিষয়টি দেখতে পেয়ে হতবাক হন অনন্ত মোহন পাল।
তিনি অভিযোগ করেন, কর্মচারি সাইফুল তার দোকান থেকে দুটি, ফ্রিজ, চাল-ডালের বস্তসহ বিভিন্ন মালামাল লুট করে নিয়েছেন। প্রমাণ না রাখতে দোকানের সিসি ক্যামেরাও খুলে নিয়ে যায়। এতে অন্তত ১২ লাখ টাকার ক্ষতির সম্মুখিন হয়েছেন বলে তিনি দাবি করেন।
দোকান কর্মচারি সাইফুল ইসলাম হিসাব না দিয়ে পালানোর ঘটনায় গত ১৫ মে কোতোয়ালি থানায় সাধারণ ডায়েরী (নং-৭০৭) করেন তিনি। এতে কর্মচারি সাইফুলের বিরুদ্ধে হিসাব বুঝিয়ে না দেওয়ার অভিযোগ আনেন।
কোম্পানীগঞ্জ উপজেলার কাঠালবাড়ি গ্রামের আব্দুল ওয়াদুদের ছেলে সাইফুল ইসলামকে সাড়ে ৪ হাজার টাকা বেতনে চাকরি দেন নগরীর মীরের ময়দানের মোহন ডিপার্টমেন্টাল স্টোরের স্বত্বাধিকারী অনন্ত মোহন পাল। তিনি পাশ্ববর্তী এলাকায় এম এম এন্টারপ্রাইজ নামে আরেকটি ব্যবসা প্রতিষ্ঠান খুলে সাইফুল ইসলামকে দায়িত্ব দেন। ব্যবসা শুরুর কয়েক মাসের মধ্যে হিসাব চাইতে গেলে টালবাহানা করেন সাইফুল। মালিককে অবগত না করে সাড়ে ৪ হাজারের স্থলে ১০ টাকা বেতন নেন এবং নিজে ৮ হাজার টাকা বেতনে আরেক কর্মচারি রাখেন। এ নিয়ে অনন্ত মোহন পালের সঙ্গে বিরোধ সৃষ্টি হয়। নিজেকে রক্ষায় রাজনৈতিক নেতার আশ্রয়ও নেন। এরই মধ্যে সালিশ বৈঠকের প্রস্তাব দিয়ে কালক্ষেপন করে সাইফুল। এক পর্যায়ে মালিকের অগোচরে তালা ভেঙে দোকানের ফ্রিজসহ অন্তত; ১২ লাখ টাকার মালামাল লুটে নিয়ে আরেক সেট নতুন তালা ঝুলিয়ে রাখেন। এ অবস্থায় বিভিন্ন পেশাজীবী ও রাজনৈতিক নেতাদের উপস্থিতিতে বৃহস্পতিবার তালা ভেঙে দোকানে লুটের বিষয়টি দেখতে পান।
ঘটনাটি তাৎক্ষনিক কোতোয়ালি থানাকে অবহিত করেন অনন্ত মোহন পাল। খবর পেয়ে কোতোয়ালি পুলিশের এএসআই কৌশিক ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি নিয়মিত মামলা করার পরামর্শ দেন। এ ব্যাপারে ৩ জনকে আসামি করে মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন বলেন তিনি।
এ বিষয়ে দোকান কর্মচারি সাইফুল ইসলামের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
নগরীর মিরের ময়দান এলাকার ন্যায্যমূল্যের দোকান (ভূষিমাল) এমএম এন্টার প্রাইজ। বেশ কিছুদিন ধরে মালিকানা নিয়ে দন্ধে বন্ধ ছিল। আজকে দোকানের ভিতরে ডুকলেন সত্ত্বাধিকারী অনন্ত মোহন পাল
Posted by Syl News BD on Thursday, 2 July 2020
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
নির্বাহী সম্পাদকঃ ধ্রুব জ্যোতি দে
ব্যবস্থাপনা সম্পাদকঃ মাহমুদা আক্তার বিউটি
আইটি সম্পাদক : মাসুম আহমদ
উপদেষ্টা সম্পাদক : এ্যাডভোকেট জাহানারা বেগম
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি