সিলেট ১৫ই এপ্রিল, ২০২১ খ্রিস্টাব্দ | ২রা বৈশাখ, ১৪২৮ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:১২ অপরাহ্ণ, জুন ১০, ২০২০
স্বপন দেব, মৌলভীবাজার প্রতিনিধি :: মৌলভীবাজার জেলাকে স্বাস্থ্য মন্ত্রনালয়ের করোনা সংক্রমন তালিকায় রেডজোন হিসেবে দেখালেও সরকারিভাবে লকডাউন করার কোন প্রস্তুতি এখনও জেলা প্রশাসনের পক্ষ থেকে নেয়া হয়নি।
স্বাস্থ্য মন্ত্রনালয়ের তথ্যচিত্রে সিলেট বিভাগের ৪ টি জেলাকে করোনাার রেড জোন হিসেবে চিহ্নিত করা হয়েছে। সেই তালিকায় হবিগঞ্জ, মৌলভীবাজার, সিলেট সদর ও সুনামগঞ্জ জেলাকে শতভাগ লকডাউন দেখানো হয়। তবে বুধবার (১০জুন) পর্যন্ত এ বিভাগের কোন জেলায় লকডাউনের কোন নির্দেশনা আসেনি বলে প্রশাসন সূত্রে জানা গেছে। কখন আবারও জেলা জুড়ে লকডাউনের ঘোষনা আসছে এ নিয়ে জনমনে নানা প্রশ্ন দেখা দিয়েছে। অনেকে দৈনন্দিন জিনিসপত্র কিনে ঘরে থাকার প্রস্তুতি নিতে দেখা গেছে।
এ সম্পর্কে মৌলভীবাজার জেলা প্রশাসক নাজিয়া শিরিন বুধবার বলেন মৌলভীবাজার রেড জোন হিসেবে চিহ্নিত করা হলেও লকডাউন বাস্তবায়নের কোন নির্দেশনা আসেনি। সরকারি নির্দেশনা এলে জেলায় লকডাউন বাস্তবায়নে ব্যবস্থা নেয়া হবে।মৌলভীবাজারকে রেডজোন দেখানো হলেও লকডাউনের কোন সরকারি নির্দেশনা আসেনি
সম্পাদক ও প্রকাশক : এড. আফছর আহমদ
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি