সিলেট ২০শে এপ্রিল, ২০২১ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪২৮ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:৫৪ অপরাহ্ণ, এপ্রিল ৭, ২০২১
স্বপন দেব, নিজস্ব প্রতিবেদক :: মৌলভীবাজারের জুড়ী উপজেলার জায়ফরনগর ইউনিয়নের একটি গ্রাম বেলাগাঁও। বৃহত্তম হাওর হাকালুকি বর্ষায় জলে ভরে গেলে অনেকটা ছোটখাটো সাগরের মতোই মনে হয়। তখন এ হাওর পারের অন্যান্য গ্রামের মত বেলাগাঁও গ্রামটিকে সাগরে ভাসমান গ্রাম মনে হয়।
বেলাগাঁও গ্রামের অধিকাংশ মানুষের জীবন-জীবিকা এ হাওর কেন্দ্রিক। কেহ ধান চাষী, মৎস্যজীবি কিংবা নৌকার মাঝি। আবার কেহ সবজি চাষী। হাওরে উৎপাদিত সবজির মধ্যে অন্যতম প্রধান অর্থকরি ফসল মিষ্টি কুমড়া।
এ গ্রামের অসংখ্য মানুষ নিজের জমিতে, কেহ ভাড়া করা জমিতে কিংবা বর্গা জমিতে মিষ্টি কুমড়া চাষ করেন। কৃষক পরিবারের নারী, বৃদ্ধ সবাই ফসল ফলানোর কাজে শ্রম দিয়ে থাকেন। একই ভাবে শিশুরাও পরিবারের কৃষি কাজে শ্রমের মাধ্যমে সহযোগিতা দিয়ে থাকেন।
সে রকম এক শিশু সৈকত ইসলাম (১২)। তার বাবা আব্দুল মন্নান নিজের এবং অন্যের জমি বর্গা নিয়ে বিভিন্ন রকম সবজি চাষ করেন। বাবার মত সেও সবজি ক্ষেত দেখাশোনা করে। ফসল কিভাবে উৎপাদন করতে হয়, সে বিষয়ে তার তেমন কোন ধারণা নেই। তবে মিষ্টি কুমড়ার ফলন ভালো হওয়ায় খুবই আনন্দিত মাদরাসার ২য় শ্রেণির শিক্ষার্থী সৈকত। তার চোখে মুখে তাই আনন্দের হাসি। এ হাসিই বলে দেয় ফসলের এ বাম্পার উৎপাদন তাদের পরিবারের অনেক অপূর্ণতা পোষিয়ে দিবে।
সম্পাদক ও প্রকাশক : এড. আফছর আহমদ
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি