সিলেট ১৫ই এপ্রিল, ২০২১ খ্রিস্টাব্দ | ২রা বৈশাখ, ১৪২৮ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:৪০ অপরাহ্ণ, জুন ২৪, ২০২০
স্বপন দেব, মৌলভীবাজার প্রতিনিধ :: মৌলভীবাজার জেলায় করোনা ভাইরাস কোভিড-১৯ এ শনাক্তের সংখ্যা সাড়ে তিনশত ছাড়িয়েছে। নতুন করে মঙ্গলবার করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন।
মঙ্গলবার (২৩ জন) রাতে মৌলভীবাজারের সিভিল সার্জন ডা. তওহীদ আহমদ জানান সর্বশেষ তথ্য অনুযায়ী মোট ৩৫৫ জনের করোনা টেস্ট রিপোর্ট পজেটিভ এসেছে ।
তিনি জানান, মৌলভীবাজারে ২৩ জন করোনা পজেটিভ নতুন পাওয়া গেছে। এদের মধ্যে সদর উপজেলার ১২ জন, রাজনগর ৩ জন, কুলাউড়া ৩ জন, কমলগঞ্জ ১, শ্রীমঙ্গল ১ ও বড়লেখা ৩ জন।
জেলায় সর্বমোট আক্রান্তের সংখ্যা ৩৫৫ জন। এর মধ্যে সুস্থ্য হয়েছেন ১১৮ জন। মৃত্যুবরণ করেছেন ৪জন।
অন্যদিকে, কুলাউড়ায় নতুন করে এক পুলিশ সদস্যসহ ৩ জনের করোনা (কোভিড-১৯) রিপোর্ট পজেটিভ এসেছে।
মঙ্গলবার রাতে এ তথ্য নিশ্চিত করেন কুলাউড়া উপজেলা স্বাস্থ্য, পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডা. নুরুল হক।
নতুন আক্রান্ত তিন জনের মধ্যে একজন কুলাউড়া থানার পুলিশ কনস্টেবল, আরেকজন পৃথিমপাশা ইউনিয়নের ইটাহরি এলাকার বাসিন্দা এবং তৃতীয়জন কর্মধা ইউনিয়নের মনসুরপুর এলাকার।
এনিয়ে কুলাউড়া উপজেলায় আক্রান্তের সংখ্যা দাড়িয়েছে ৬৯ জনে। এরে মধ্যে ৩০ জন করোনামুক্ত হয়েছেন। জেলায় নতুন আক্রান্তদের বাড়ি লকডাউনের করেছে প্রশাসন।
সম্পাদক ও প্রকাশক : এড. আফছর আহমদ
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি