সিলেট ১৩ই এপ্রিল, ২০২১ খ্রিস্টাব্দ | ৩০শে চৈত্র, ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:২৫ অপরাহ্ণ, জুন ২১, ২০২০
খেলা ডেস্ক :: ক্যারিয়ারে কাকে আউট করে সবচেয়ে বেশি তৃপ্তির ঢেকুর তুলেছিলেন এমন প্রশ্ন বোলারদের করা হয়ে থাকে।
জবাবে বোলাররা নির্দিষ্ট একজন ব্যাটসম্যানের নাম উচ্চারণ করে থাকেন। এর ব্যাখ্যাও দিয়ে থাকেন তারা।
তেমনই প্রশ্ন করা হয়েছিল জাতীয় দলের অলরাউন্ডার সাইফউদ্দিনকে।
গত বৃহস্পতিবার রাতে এক ইউটিউব লাইভে সাইফউদ্দিনকে ক্রীড়া সাংবাদিক নোমান মোহাম্মদ প্রশ্ন করেন, কার উইকেটটি পেয়ে সবচেয়ে বেশি আনন্দিত হয়েছেন?
জবাবে সাইফউদ্দিনের পাল্টা প্রশ্ন– শুধুই প্রতিযোগিতামূলক ম্যাচে? না কোনো প্র্যাকটিস ম্যাচ হলেও চলবে?
যে কোনো ম্যাচ হলেই চলবে জানালে বাংলাদেশের সম্ভাবনাময় এই অলরাউন্ডার বলেন, তা হলে সেটি অবশ্যই ভারতীয় দলের অধিনায়ক বিরাট কোহলি। বিরাট কোহলির উইকেটপ্রাপ্তিটাই তার কাছে এখন পর্যন্ত স্মরণীয়।
ইংল্যান্ড-১৯ বিশ্বকাপে ভারতের বিপক্ষে এক প্রস্তুতি ম্যাচে কোহলির উইকেট শিকার করেছিলেন সাইফ।
সে কথা জানিয়ে সাইফউদ্দিন বলেন, বিরাট কোহলিকে আউট করাই আমার এখন পর্যন্ত সেরা উইকেট পাওয়ার স্মৃতি। এখনও মনে আছে, সেটি ছিল বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচ। ওই ম্যাচে আমি কোহলিকে বোল্ড করেছিলাম। সে আউটটাই সবচেয়ে প্রিয় আমার।’
কেন প্রিয় তার ব্যাখ্যায় এই টাইগার অলরাউন্ডার বলেন, ‘ওই ম্যাচের দুদিন আগে থেকে বিরাট কোহলিকে আউট করা স্বপ্ন দেখছিলাম। এবং তাকে আউট করার পর কেমন সেলিব্রেশন করব সেটিও ঠিক করে রেখেছিলাম। ম্যাচে স্বপ্ন সত্যি হলো। তাকে আউট করার পর ঠিকই সেখাবে উদযাপন করেছিলাম।’
প্রসঙ্গত এখন পর্যন্ত ২২ ওয়ানডে খেলে ৩১ উইকেট ঝুলিতে জমা করেছেন সাইফউদ্দিন। এখন পর্যন্ত ৫ উইকেট শিকারিদের তালিকায় নাম না ওঠাতে পারলেও জিম্বাবুয়ের বিপক্ষে ৪ উইকেট পেয়েছেন তিনি। সেটিই এখন পর্যন্ত সেরা বোলিং ফিগার (৪/৪১)।
সম্পাদক ও প্রকাশক : এড. আফছর আহমদ
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি