সিলেট ৫ই ফেব্রুয়ারি, ২০২৩ খ্রিস্টাব্দ | ২২শে মাঘ, ১৪২৯ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:১৫ অপরাহ্ণ, জুন ১৯, ২০২০
খেলা ডেস্ক :: জাতীয় দলের অন্যতম অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন। ইনজুরির কারণে দলে না থাকলে তার অভাববোধ করেন বাংলাদেশের ক্রিকেটপ্রেমীরা।
জাতীয় দলে যোগ দেয়ার পর থেকেই ‘৭৪’ নম্বরের জার্সি গায়ে খেলেন সাইফউদ্দিন।
এর রহস্য জানতে ব্যাকুল ছিলেন সাইফভক্তরা।
এবার ভক্তদের সেই রহস্য ফাঁস করলেন তিনি।
বৃহস্পতিবার রাতে ক্রীড়া সাংবাদিক নোমান মোহাম্মদের ইউটিউব লাইভে এসে তার জার্সিতে ৭৪ নম্বর লেখার গল্পটা শেয়ার করেন অলরাউন্ডার সাইফউদ্দিন।
তিনি বলেন, ‘সাকিব ভাইয়ের খুব ভক্ত আমি। যে কারণে অনূর্ধ্ব-১৯ দলে খেলার সময় সাকিব ভাইয়ের ৭৫ নম্বর জার্সি গায়ে দিয়ে খেলতাম। ২০১৭ সালে আমার আন্তর্জাতিক ক্যারিয়ার শুরু হয়েছিল। তখন আমি কত নম্বর জার্সি গায়ে দেব তা নিয়ে কথা হচ্ছিল। এ সময় সাকিব ভাই এসে বলেন, তুমি তো ৭৫ নম্বর জার্সি গায়ে দিয়ে খেল। নিবা নাকি? নাহ থাক, আমি আরও ৫-৬ বছর খেলে নিই, তার পর নিও। তখন আমি হেসে দিই। তার সম্মানেই বলি– না ভাই, এখনই ৭৫ নম্বর জার্সির ওজন ও ভার আমি বহন করতে পারব না। আমি বরং আপনার পাশে থাকি। তাই ৭৪ নম্বর জার্সি বেছে নিয়েছি।
সাকিব আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরে গেলে ওই ৭৫ নম্বর জার্সি পেতে আগ্রহী হবেন বলে জানান সাইফউদ্দিন।
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
নির্বাহী সম্পাদকঃ ধ্রুব জ্যোতি দে
ব্যবস্থাপনা সম্পাদকঃ মাহমুদা আক্তার বিউটি
আইটি সম্পাদক : মাসুম আহমদ
উপদেষ্টা সম্পাদক : এ্যাডভোকেট জাহানারা বেগম
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি