সিলেট ২০শে এপ্রিল, ২০২১ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪২৮ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:৫০ পূর্বাহ্ণ, এপ্রিল ৮, ২০২১
অনলাইন ডেস্ক :: হবিগঞ্জের বাহুবল উপজেলার রশিদপুরে সিলেট গ্যাসফিল্ডের পেট্রোল উৎপাদনকারী প্ল্যান্টের আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। রাত প্রায় সোয়া ১টার দিকে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে।
বিষয়টি নিশ্চিত করেছেন বাহুবল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ কামরুজ্জামান।
ওসি জানান, বুধবার দিবাইগত রাত ১২টার দিকে হবিগঞ্জ মৌলভীবাজার সড়কের ভরগাঁও এলকায় অবস্থিত রশিদপুর গ্যাস ফিল্ডের পেট্রোল উৎপাদনকারী প্ল্যান্টে আগুন লাগে। মুহূর্তের মধ্যেই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে হবিগঞ্জ, শায়েস্তাগঞ্জ, শ্রীমঙ্গল ও মৌলভীবাজারের ৪টি ইউনিট ১ ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে।
হবিগঞ্জ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার শফিকুল ইসলাম বলেন, আগুন এখন পুরোপুরি নিয়ন্ত্রণে। আমরা রাতে একটি কনটেইনারে কিছু পুড়ে যাওয়া মালামাল উদ্ধারের কাজ করছি।
তিনি আরও বলেন, প্রাথমিকভাবে মনে হচ্ছে স্টেশনের বার্নফিড বাতায়নের সময় ম্যানুয়ালে গ্যাস থেকে আগুনের সূত্রপাত ঘটেছে।
সম্পাদক ও প্রকাশক : এড. আফছর আহমদ
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি