সিলেট ১৫ই এপ্রিল, ২০২১ খ্রিস্টাব্দ | ২রা বৈশাখ, ১৪২৮ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:৩১ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৪, ২০২১
রাজনগর প্রতিনিধি :: মৌলভীবাজারের রাজনগরে ইয়াবাসহ তোফায়েল আহমদ পুতুল (৩৬) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
রবিবার সকালে অভিযান চালিয়ে তাকে নিজ বাড়ি থেকে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, রাজনগর উপজেলার ইউনিয়নের পশ্চিম ভাগ গ্রামের মৃত আনা মিয়ার ছেলে তোফায়েল আহমদ পুতুল (৩৬) দীর্ঘদিন থেকে ইয়াবাসহ বিভিন্ন প্রকারের মাদক ব্যবসা করে আসছিল।
গোপন সংবাদের ভিত্তিতে রাজনগর থানার এসআই সিদ্ধার্থ শেখর ঘোষ ও এস আই হোসেনের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালায়। এ সময় তার বাড়িতে তল্লাশি চালিয়ে ১৪২ পিস ইয়াবাসহ তোফায়েল আহমেদ পুতুলকে পুলিশ আটক করে থানায় নিয়ে আসে।
রাজনগর থানার ওসি আবুল হাশিম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ইয়াবাসহ তার বাড়ি থেকে পুলিশ তাকে আটক করেছে। তার বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছে।
সম্পাদক ও প্রকাশক : এড. আফছর আহমদ
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি