সিলেট ১২ই এপ্রিল, ২০২১ খ্রিস্টাব্দ | ২৯শে চৈত্র, ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:৩৯ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৬, ২০২১
অনলাইন ডেস্ক
আরব সাগর ও উত্তর ভারত মহাসাগরে দুই দিনব্যাপী যৌথ মহড়া শুরু করেছে ইরান এবং রাশিয়া। মঙ্গলবার থেকে দুই দেশের নৌবাহিনীর সদস্যরা এ মহড়া শুরু করে।
ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের বরাত দিয়ে এ খবর জানিয়েছে আনাদোলু এজেন্সি।
সামরিক মহড়ার মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল গোলাম রেজা থানি বলেন, আমাদের স্লোগান ‘সামষ্টিগতভাবে নৌপথে বাণিজ্য নিরপত্তায় সহযোগিতা’। আমরা উত্তর ভারত মহাসাগর ও আরব সাগরের ১৭ হাজার কিলোমিটার এ বিশাল অঞ্চল কাভার করব।
তিনি বলেন, মহড়ায় আমাদের প্রধান উদ্দেশ্য আন্তর্জাতিক বাণিজ্যে নিরাপত্তা, জলদস্যুর বিরুদ্ধে যুদ্ধ, সামুদ্রিক সন্ত্রাসবাদ নির্মূল, তথপ্রযুক্তি বিনিময়, উদ্ধার তৎপরতা ও নিজেদের মধ্যে অভিজ্ঞতা বিনিময়।
মহড়ার অংশ হিসেবে উভয় দেশের নৌযানগুলো ভারত মহাসাগরের উত্তর অংশের দিকে যাত্রা করে। এ সময় ইরানের তৈরি ‘জামারান’ ডেস্ট্রয়ার বিভিন্ন লক্ষ্যবস্তুতে আঘাত হানে। এরপর শত্রুর হুমকি বিবেচনায় প্রয়োজনীয় অনুশীলন সম্পন্ন করা হয়। হেলিকপ্টারের মাধ্যমে সামগ্রিক তৎপরতা পর্যবেক্ষণ করা হচ্ছে বলে সংবাদমাধ্যমে জানানো হয়।
সম্পাদক ও প্রকাশক : এড. আফছর আহমদ
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি