সিলেট ১১ই এপ্রিল, ২০২১ খ্রিস্টাব্দ | ২৮শে চৈত্র, ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:৪৮ পূর্বাহ্ণ, জুন ২৬, ২০২০
অনলাইন ডেস্ক :;
মহামারী করোনাভাইরাসে আক্রান্ত রবীন্দ্রসংগীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা ভালো নেই। শারীরিকভাবে ভীষণ দুর্বলতা অনুভব করছেন তিনি।
গত দুদিন ধরে শারীরিক দুর্বলতা ও ব্যথার সমস্যাও রয়েছে রবীন্দ্রসংগীতের এই বরেণ্য শিল্পীর।
তিনি বলেন, শারীরিক অবস্থা ভালো নেই, ভীষণ দুর্বল লাগছে।
চলতি সপ্তাহের শুরুর দিকে বন্যা গণমাধ্যমকে জানান, তার করোনা ‘পজিটিভ’। তবে শারীরিক অবস্থা ভালোই ছিল। গত দুদিন ধরে তিনি অসুস্থ হয়ে পড়েছেন। চিকিৎসকের পরামর্শ নিয়ে নিজ বাসাতেই আইসোলেশনে আছেন এই খ্যাতিমান শিল্পী।
সংগীতে অসামান্য অবদানের জন্য ২০১৬ সালে বন্যা স্বাধীনতা পুরস্কার পান। এ ছাড়া পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের ‘বঙ্গভূষণ’, ফিরোজা বেগম স্মৃতি স্বর্ণপদকসহ বিভিন্ন সম্মাননায় তিনি ভূষিত হয়েছেন।
সম্পাদক ও প্রকাশক : এড. আফছর আহমদ
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি