সিলেট ১৮ই মে, ২০২২ খ্রিস্টাব্দ | ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪২৯ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:২২ অপরাহ্ণ, এপ্রিল ৮, ২০২১
স্পোর্টস ডেস্ক
বেশ কিছুদিন ধরে সময়টা ভালো যাচ্ছিল না ইতালিয়ান চ্যাম্পিয়ন ক্লাব জুভেন্টাসের।
বাজে পারফরম্যান্স করে উয়েফা চ্যাম্পিয়নস লিগ থেকে বিদায় নিতে হলো তাদের। এরপর ঘরোয়া লিগ সিরিআ-তেও যাচ্ছে-তাই পারফর্ম করে যাচ্ছিল দলটি।
ক্রিশ্চিয়ানো রোনাল্ডোসহ দলের সেরা তারকারা ছন্দই খুঁজে পাচ্ছিলেন না।
অবশেষে বুধবার রাতে ঘুরে দাঁড়াল তুরিনের ক্লাবটি। ঘরের মাঠে তুলনামূলক শক্তিশালী নাপোলিকে ২-১ গোলে হারিয়েছে আন্দ্রে পিরলোর শিষ্যরা।
এদিন জ্বলে ওঠেন রোনাল্ডো ও তিন মাস পরে মাঠে ফেরা আর্জেন্টাইন ফরোয়ার্ড দিবালা। দলের জয়ে গোল দুটি এসেছে এ দুই তারকার পা থেকে।
শেষ হাসি জুভেন্টাস শিবিরে ফুটলেও পুরো ম্যাচজুড়ে সমানে সমানে লড়েছে নাপোলি।
তবে শুরুতে রোনাল্ডোর কারিশমাটিক গোলে জুভেন্টাস এগিয়ে গেলে খেলায় আর ফিরতে পারেনি নাপোলি।
ম্যাচের ১৩ মিনিটে ফ্রেডরিখ চিয়েসার পাস থেকে চলতি লিগে নিজের ২৫তম গোলটি করেন রোনাল্ডো।
১-০ গোল স্কোরলাইনে বিরতিতে যায় দুই দল।
দ্বিতীয়ার্ধে ফিরে ৭৩ মিনিটে স্কোরশিটে নাম তোলেন দিবালা। বদলি হিসেবে নামার তিন মিনিটের মাথায় রদ্রিগো বেন্টাঙ্কুরের পাস থেকে বাম পায়ের শটে জালের ঠিকানা খুঁজে নেন এ আর্জেন্টাইন ফরোয়ার্ড।
২-০ তে এগিয়ে জয় প্রায় নিশ্চিত করে ফেলে জুভেন্টাস।
তবে ম্যাচের একদম শেষদিকে পেনাল্টি থেকে একটি গোল শোধ করে নাপোলি।
এ জয়ের পর ২৯ ম্যাচে ৫৯ পয়েন্ট নিয়ে টেবিলের তিন নম্বরে অবস্থান করছে জুভেন্টাস। সমান ম্যাচে ৫৬ পয়েন্ট নিয়ে পাঁচ নম্বরে নাপোলি। শীর্ষে থাকা ইন্টার মিলানের সংগ্রহ ২৯ ম্যাচে ৭১ পয়েন্ট। বাকি ৯ ম্যাচে মাত্র ১৭ পয়েন্ট পেলেই কোনো হিসেবনিকেশ ছাড়া চ্যাম্পিয়ন হয়ে যাবে ইন্টার।
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
নির্বাহী সম্পাদকঃ ধ্রুব জ্যোতি দে
ব্যবস্থাপনা সম্পাদকঃ মাহমুদা আক্তার বিউটি
আইটি সম্পাদক : মাসুম আহমদ
উপদেষ্টা সম্পাদক : এ্যাডভোকেট জাহানারা বেগম
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি