সিলেট ২৮শে জানুয়ারি, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৪ই মাঘ, ১৪২৯ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:২২ অপরাহ্ণ, জুন ১৩, ২০২০
খেলা ডেস্ক :: বর্তমানে লিভারপুল ক্লাবের সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া ফুটবলার হচ্ছেন মিসরীয় তারকা ফরোয়ার্ড মোহাম্মদ সালাহ। প্রতি সপ্তাহে ২ লাখ পাউন্ড (বাংলাদেশি মুদ্রায় প্রায় ২ কোটি ১৪ লাখ টাকা) দেয়া হয় তাকে।
এবার সালাহর চেয়ে বেশি পারিশ্রমিকে চুক্তি হতে যাচ্ছেন একই ক্লাবের ডাচ তারকা ভারজিল ফন ডাইক।
যুক্তরাজ্যভিত্তিক গণমাধ্যম দ্য সান জানিয়েছে, ডাচ তারকার সঙ্গে রেকর্ড পাঁচ বছরের চুক্তি করতে যাচ্ছে অলরেডরা। লিভারপুলের ইতিহাসে আর কোনো ফুটবলারের সঙ্গে এতো টাকায় চুক্তি হয়নি। নতুন চুক্তিতে প্রতি সপ্তাহে ২ লাখ ২০ হাজার পাউন্ড (বাংলাদেশি মুদ্রায় ২ কোটি ৩৬ লাখ টাকা) করে পাবেন এই ডাচ ডিফেন্ডার।
ফন ডাইকের এমন চড়া দামে অনেকের চোখ কপালে উঠেছে। কেননা ২০১৮ সালের জানুয়ারিতে সাউদাম্পটন থেকে ৭৫ মিলিয়ন পাউন্ডে লিভারপুলে এসেছিলেন এই তারকা। দুই বছর ঘুরতেই ক্লাবের ইতিহাসের সর্বোচ্চ বেতনের খেলোয়াড় হতে যাচ্ছেন তিনি।
তবে অনেক ফুটবলবোদ্ধার মতে এটা হবারই ছিল। তাদের মতে, এর চেয়ে বেশি মূলে ফন ডাইককে দলে ভেড়াতে চেয়েছিল ফরাসি ক্লাব প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)।
কিন্তু প্রিয় ক্লাব লিভারপুল ছাড়তে রাজি হননি ফন ডাইক। তাই তাকেও মূল্যায়ন করেছে অলরেডরা।
নতুন চুক্তি অনুযায়ী, বিশ্বের সেরা সেন্টার-ব্যাক খ্যাত এই তারকা ফুলবলারকে ২০২৫ সাল পর্যন্ত রেখে দিতে চাইছে লিভারপুল।
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
নির্বাহী সম্পাদকঃ ধ্রুব জ্যোতি দে
ব্যবস্থাপনা সম্পাদকঃ মাহমুদা আক্তার বিউটি
আইটি সম্পাদক : মাসুম আহমদ
উপদেষ্টা সম্পাদক : এ্যাডভোকেট জাহানারা বেগম
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি