সিলেট ১৩ই এপ্রিল, ২০২১ খ্রিস্টাব্দ | ৩০শে চৈত্র, ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:৩১ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৬, ২০২১
অনলাইন ডেস্ক:
লেখক মুশতাক আহমেদের কারাগারে মৃত্যুর প্রতিবাদে সিলেটে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে প্রগতিশীল ছাত্র জোট সিলেট জেলা।
শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় সিলেট কেন্দ্রীয় শহীদমিনার থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে নগরের সিটি পয়েন্টে গিয়ে সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট সিলেট মহানগরের আহ্বায়ক সঞ্জয় শর্মার সভাপতিত্বে ও বাংলাদেশ ছাত্র ইউনিয়ন সিলেট জেলার সাধারণ সম্পাদক মো. নাবিল এইচের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন সিলেট জেলার সাবেক সভাপতি মতিউর রহমান, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট নগর শাখার সাবেক সভাপতি রেজাউর রহমান রানা, ছাত্র ফ্রন্ট নগরের সভাপতি সঞ্জয় কান্ত দাস, ছাত্র ইউনিয়ন সিলেট জেলার সভাপতি সরোজ কান্তি, সংস্কৃতি কর্মী তমিস্রা তিথি প্রমুখ।
এসময় বক্তারা বলেন, ফেব্রুয়ারি মাতৃভাষার মাস। আজ শুধু এই মাতৃভাষা দিয়ে আওয়ামী লীগের তোষামোদি করতে পারবেন, উন্নয়নের কথা বলতে পারবেন, তবে কোনো সত্য কথা বলতে পারবেন না, সমালোচনা করতে পারবেন না। আজকে ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামিরা দেশ থেকে পালিয়ে যায়, তারা জামিনে মুক্ত হয়, অথচ সামান্য কিছু লেখার জন্য, সত্য কথা বলার জন্য, সমালোচনা করার জন্য আমরা দেখলাম লেখক মোশতাককে কোনো ধরণের জামিন দেওয়া হয়নি। ছয়বার জামিনের আবেদন করার পরও সেই লেখককে জামিন দেয়া হয়নি। তিনি কারাগারে মৃত্যুবরণ করলেন।
বক্তারা আরও বলেন, আজ কার্টুনিস্ট কিশোরও অসুস্থ অবস্থায় টানা ৯ মাস কারাগারে আছেন। সরকারের এই ধরনের কর্মকাণ্ডের ধিক্কার জানাই এবং সেই সঙ্গে ফ্যাসিবাদী ডিজিটাল সিকিউরিটি আইন বাতিলের দাবি জানাচ্ছি। আসুন ঐক্যবদ্ধভাবে রাষ্ট্রীয় সন্ত্রাসের বিরুদ্ধে একটা প্রবল প্রতিরোধ গড়ে তুলি।
সমাবেশে সংহতি জানিয়ে উপস্থিত ছিলেন কবি মেঘদাদ মেঘ, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন সিলেট জেলার সাবেক সভাপতি সপ্তর্ষি দাস, বিপ্লবী ছাত্র মৈত্রী ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগঠক জাবির আহমেদ জুয়েল, সংস্কৃতি কর্মী মোজাম্মেল হোসেন
সম্পাদক ও প্রকাশক : এড. আফছর আহমদ
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি