সিলেট ৭ই ফেব্রুয়ারি, ২০২৩ খ্রিস্টাব্দ | ২৪শে মাঘ, ১৪২৯ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:৫৬ অপরাহ্ণ, অক্টোবর ১১, ২০২০
অনলাইন ডেস্ক
বিরোধীয় নাগোরনো-কারাবাখ নিয়ে গত মাসে শুরু হওয়া যুদ্ধে শতাধিকের বেশি আজারবাইজানের সেনা নিহত হয়েছে বলে দাবি করেছে অস্বীকৃত কারাবাখ কর্তৃপক্ষ।এ সংক্রান্ত একটি তালিকাও তৈরি করেছে তারা। এ খবর জানিয়েছে আর্মেনিয়ার সংবাদমাধ্যম প্যানাআর্মেনিয়ান।
রোববার কারাবাখ দাবি করেছে, ২৭ সেপ্টেম্বর থেকে নতুন করে যুদ্ধে ১০২ জনের বেশি আজারবাইজানি সেনা নিহত হয়েছেন। নিহতদের তালিকা তাদের হাতে রয়েছে।
একটি সূত্রের বরাত দিয়ে সংবাদমাধ্যম প্যানাআর্মেনিয়ান বলছে, গতমাসে শুরু হওয়া যুদ্ধে ৪১৫ আজেরি সেনা নিহত হয়েছে।
তবে অস্বীকৃত কারাবাখের প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করছে, আজারবাইজান ও বিদেশি সেনাসহ সম্ভবত ৩৪৫৪ সেনা নিহত হয়েছে।
২৭ সেপ্টেম্বর বিরোধীয় নাগোরনো-কারাবাখ নিয়ে আর্মেনিয়া ও আজারবাইজান নতুন করে যুদ্ধে জড়ায়। পরবর্তীতে শুক্রবার রাশিয়ার মধ্যস্থতায় আর্মেনিয়া ও আজারবাইজানের মধ্যে ম্যারথন আলোচনা হয়।
এতে উভয় পক্ষ মানবিক কারণে সাময়িক যুদ্ধবিরতিতে সম্মত হয়। এ যুদ্ধবিরতিতে দুই দেশের মধ্যে যুদ্ধবন্দিসহ অন্যান্য বন্দি বিনিময় ও মৃতদেহ হস্তান্তরের বিষয়ে উভয় দেশ সম্মত হয়।
শনিবার থেকে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার কথা ছিল। কিন্তু যুদ্ধবিরতির কয়েক মিনিটের মধ্যেই আর্মেনিয়া ও আজারবাইজান পরস্পরকে সাময়িক যুদ্ধবিরতি লঙ্ঘেনের জন্য অভিযুক্ত করে।
কারাবাখ অঞ্চলটি আন্তর্জাতিকভাবে আজারবাইজানের ভূখণ্ড হিসেবে স্বীকৃত। তবে ওই অঞ্চলটি জাতিগত আর্মেনীয়রা ১৯৯০’র দশক থেকে নিয়ন্ত্রণ করছে। ওই দশকেই আর্মেনিয়া ও আজারবাইজানের সঙ্গে যুদ্ধে ৩০ হাজারের বেশি মানুষ নিহত হয়।
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
নির্বাহী সম্পাদকঃ ধ্রুব জ্যোতি দে
ব্যবস্থাপনা সম্পাদকঃ মাহমুদা আক্তার বিউটি
আইটি সম্পাদক : মাসুম আহমদ
উপদেষ্টা সম্পাদক : এ্যাডভোকেট জাহানারা বেগম
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি