সিলেট ২৭শে জুন, ২০২২ খ্রিস্টাব্দ | ১৩ই আষাঢ়, ১৪২৯ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:১৮ অপরাহ্ণ, মে ২৫, ২০২২
স্বপন দেব, নিজস্ব প্রতিবেদক :: মৌলভীবাজারের কমলগঞ্জে শমশেরনগর দাতব্য একটি হাসপাতাল স্থাপনে লন্ডন প্রবাসী শমশেরনগরের কৃতি সন্তান আলেয়া জামান হাসপাতালের প্রয়োজনীয় জমি দান করার প্রতিশ্রুতি দেন। পরে কন্ঠ শিল্পী সেলিম চৌধুরীকে আহবায়ক করে শমশেরনগর হাসপাতাল বাস্তবায়ন কমিটি গঠন করা হয়।
সম্প্রতি লন্ডন প্রবাসী আলেয়া জামান দেশে এসে শমশেরনগর হাসপাতালের নামে ১ একর ৫১ শতক জমি দলিল করে দিয়েছেন। এ উপলক্ষে মঙ্গলবার রাত সাড়ে ৮টায় শমশেরনগর নগরস্থ ব্রাদার্স পার্টি সেন্টারে আনুষ্ঠানিকভাবে জমির দলিল হস্তান্তর ও জমিদাতা দম্পতি আলেয়া জামান ও সারওয়ার জামানকে সংবর্ধনা প্রদান করা হয়।
শমশেরনগর হাসপাতাল বাস্তবায়ন কমিটির আহবায়ক কন্ঠ শিল্পী সেলিম চৌধুরীর সভাপতিত্বে সদস্য সচিব শামসুল হক মিন্টু ও গোলাম রাব্বির পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- মৌলভীবাজারের জেলা প্রশাসক মীর নাহিদ আহসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- মৌলভীবাজারের পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত উদ্দিন, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সুমাইয়া আক্তার, অফিসার ইনচার্জ ইয়ারদৌস হাসান, সমাজ সেবক ইমতিয়াজ আহমদ বুলবুল, সিলেট নর্থ ইষ্ট মেডিক্যাল কলেজের অধ্যাপক ডা. রাবেয়া বেগম, সাংবাদিক খালেদ চৌধুরী, কামারচাক ইউনিয়নের সাবকে চেয়ারম্যান সেলিম আহমেদ প্রমুখ।
হাসপাতালের নির্মাণ কাজ, হাসপাতালের লক্ষ্য ও উদ্দেশ্য সম্পর্কে শুভেচ্ছা বক্তব্য দেন হাসপাতাল বাস্তবায়ন কমিটির যুগ্ম আহবায়ক মুজিবুর রহমান রনজু। অনুষ্ঠানে অনেক দাতা শমশেরনগর হাসপাতাল নির্মাণ কাজের জন্য আর্থিক সহায়তার চেক প্রদান করেন।
প্রধান অতিথি জেলা প্রশাসক মীর নাহিদ আহসান বলেন, শমশেরনগর ইতহাড ঐতিয্যের একটি স্থান। আজকের এত মানুষের আন্তরিকতা উপস্থিতি বলে দেয়। শমশেরনগর হাসপাতাল নির্মাণ হবে, পুরো জেলা এ থেকে সেবা গ্রহণ করবে। আমি এর একজন অংশিদার হয়ে হয়ে থাকব।
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
নির্বাহী সম্পাদকঃ ধ্রুব জ্যোতি দে
ব্যবস্থাপনা সম্পাদকঃ মাহমুদা আক্তার বিউটি
আইটি সম্পাদক : মাসুম আহমদ
উপদেষ্টা সম্পাদক : এ্যাডভোকেট জাহানারা বেগম
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি