সিলেট ১৩ই এপ্রিল, ২০২১ খ্রিস্টাব্দ | ৩০শে চৈত্র, ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:৪২ অপরাহ্ণ, মার্চ ২, ২০২১
শাবি প্রতিনিধিঃ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক পদে সদ্য নিয়োগ পেয়ছেন বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর ও অর্থনীতি বিভাগের অধ্যাপক জহীর উদ্দিন আহমেদ।
০২রা মার্চ (মঙ্গলবার) বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার মোহাম্মদ ইশফাকুল ইসলাম এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেটের ছাত্র উপদেশ ও নির্দেশনা পদ হতে গণিত বিভাগের অধ্যাপক ড. রাশেদ তালুকদারকে অব্যাহতি প্রদান করা হয়েছে। একই সাথে অর্থনীতি বিভাগের অধ্যাপক জহীর উদ্দিন আহমেদকে ০৩ বছরের জন্য ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। দায়িত্ব পালনের জন্য তিনি বিধি মোতাবেক দায়িত্ব ভাতা ও অন্যান্য সুযোগ সুবিধা প্রাপ্য হবেন। এ আদেশ তাঁর যোগদানের তারিখ হতে কার্যকর হবে।
সম্পাদক ও প্রকাশক : এড. আফছর আহমদ
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি