সিলেট ৩১শে জানুয়ারি, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৭ই মাঘ, ১৪২৯ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:১৭ অপরাহ্ণ, জুন ১১, ২০২০
সিলেটঃ সেন্ট্রেল জৈন্তিয়া উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক সর্বজন শ্রদ্ধেয় শিক্ষাগুরু মরহুম আব্দুর রহিমের নামে স্কুলে একটি গেইট নির্মাণের ঘোষণা দিয়েছেন “মনসুর শিক্ষা ও জনকল্যাণ ট্রাস্ট-বাংলাদেশ” এর চেয়ারম্যান সৈয়দ আহমদ মনসুর।
এ ব্যাপারে স্কুলের ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল আহমদের সাথে যোগাযোগ করে প্রস্তাবিত নকশা অনুমোদনের জন্য প্রকৌশলী নিয়োগ করা হয়েছে বলে জানিয়েছেন জৈন্তাপুর প্রবাসী গ্রুপের পৃষ্ঠপোষক পরিষদের চেয়ারম্যান সৈয়দ আহমদ মনসুর।
উল্লেখ্য, গত ৮ জুন জৈন্তাপুরের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সেন্ট্রেল জৈন্তিয়া উচ্চ বিদ্যালয়ের টানা ৪ দশকের প্রধান শিক্ষক সর্বজন শ্রদ্ধেয় শিক্ষাগুরু মরহুম আব্দুর রহিমের স্মৃতিচারণ করতে দেশে ও প্রবাসে থাকা উনার ৮ জন ছাত্র নিয়ে এক ভার্চুয়াল আলোচনার আয়োজন করা হয়েছিল । সেখানে অন্যানের মধ্যে উপস্থিত জৈন্তাপুর উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান এবং অত্র স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি কামাল আহমদ নিজ বক্তব্যের এক পর্যায়ে সেন্ট্রেল জৈন্তিয়া উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও অবৈতনিক প্রধান শিক্ষক মনসুর (হাকিম সাহেব), প্রতিষ্ঠাতা সেক্রেটারী ও শিক্ষানুরাগী মরহুম ছিকন্দর আলীর নামে স্কুল প্রাঙ্গনে স্মৃতিমূলক কোন স্থাপনা এবং সাবেক প্রধান শিক্ষক মরহুম আব্দুর রহিম সাহেবের নামে একটি গেইট নির্মাণের ইচ্ছার কথা ব্যক্ত করেন । লাইভ অনুষ্ঠানটি দেখে “মনসুর শিক্ষা ও জনকল্যাণ ট্রাস্ট-বাংলাদেশ” এর চেয়ারম্যান,”জৈন্তাপুর প্রবাসী গ্রুপ” এর পৃষ্ঠপোষক পরিষদের চেয়ারমযান শিক্ষানুরাগীদের সার্বজনীন প্লাটফরম “ছিকন্দর আলী শিক্ষা ট্রাস্ট” এর প্রধান পৃষ্ঠপোষকের দায়িত্ব প্রাপ্ত বিশিষ্ট শিক্ষানুরাগী সৈয়দ আহমদ মনসুর সর্বজন শ্রদ্ধেয় শিক্ষাগুরু মরহুম আব্দুর রহিমের নামে স্কুলের গেইট নির্মাণে সহযোগিতার হাত বাড়িয়ে দেন। পর দিন মঙ্গলবার উপজেলা চেয়ারম্যান কামাল আহমদের সাথে ফোনে কথা বলে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ করার পাশাপাশি মৌখিক সম্মতিও নেন। এবং কামাল চেয়ারম্যানের ইচ্ছার রূপরেখা প্রণয়নের জন্য গতকাল বুধবার জায়গা পরিদর্শনে ও চেয়ারম্যান সাহেবের সাথে সাক্ষাৎ করতে প্রকৌশলী পাঠান। শিক্ষানুরাগী সৈয়দ আহমদ মনসুর এমন ঘোষণায় সাধুবাদ জানিয়েছেন জৈন্তাপুরের সুধীজন।
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
নির্বাহী সম্পাদকঃ ধ্রুব জ্যোতি দে
ব্যবস্থাপনা সম্পাদকঃ মাহমুদা আক্তার বিউটি
আইটি সম্পাদক : মাসুম আহমদ
উপদেষ্টা সম্পাদক : এ্যাডভোকেট জাহানারা বেগম
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি