সিলেট ৫ই ফেব্রুয়ারি, ২০২৩ খ্রিস্টাব্দ | ২২শে মাঘ, ১৪২৯ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:০৮ অপরাহ্ণ, জুন ১৮, ২০২০
বিসমিল্লাহির রাহমানির রাহিম
সুপ্রিয় শিপলু সালাম ও শুভাশিস নিও,
তোমাকে সান্তনা দেব সে ভাষা আমার নাই,আমি নিজেই ভারাক্রান্ত শোকাহত, তুমি যা হারিয়েছ তা কোন দিন পুরন হবার নয় এই শূন্যতা তোমাকে দহন করবে অনাদিকাল তোমার ভাই বোন মা পরিজন এ বেদনার ভার বহন করতে হবে, জীবনের শেষ দিন পর্যন্ত এ থেকে কোন পরিত্রাণ নাই,তোমার আব্বু নেই ঘরের যে দিকে চোখ যাবে তার উপস্থিতি তোমাদের যন্ত্রণা ময় স্মৃতির গহীনে নিয়ে যাবে,শুধু তাই নয় তুমি এবং আমরা যখন সিলেটে কোন সভা সমাবেশ দলীয় অথবা সামাজিক অঙ্গনে হবে,যখন তার আসনটি শূন্য দেখব,মাননীয় প্রধানমন্ত্রী আমাদের প্রিয় নেত্রী শেখ হাসিনা যখন সিলেট আসবেন আগে ও পরে তার সার্বক্ষনিক উপস্থিতি তার নির্দেশনা পরিকল্পনা অবিরাম কর্ম ব্যস্ততায় যখন তাকে দেখব না এ না দেখার বেদনার ভার আমাদেরও বহন করতে হবে মৃত্যুর আগ পর্যন্ত,এ লিখা যখন লিখছি, অভিবাবক স্বজন হারানোর বিষাদে আমার হৃদয় আক্রান্ত হচ্ছে বার বার, কত কথা কত স্মৃতি দির্ঘ রাজনৈতিক জীবনে তার সাথে তা হিসাব বিহীন,দেহের শীরা উপ শীরা গুলো যেন হীম হয়ে আসছে আমি এবং আমার মত হাজারো তোমার আব্বুর ঘনিষ্ঠজনরা তার ছায়া সঙ্গী সহ কর্মীরা দুঃসহ যন্ত্রণা বয়ে বেড়াতে হবে নিঃশ্বাস যতক্ষন নেব,ফুটপাতের হকার খেটে খাওয়া রিক্সাওয়ালা শ্রমজীবী মানুষ গুলো শহরে দু মোটো ভাতের জন্য জীবিকার তাড়নায় দুর দুরান্ত থেকে শহরে আশ্রয় নেয় কাজ করে কাজ খোজে তাদের ভরসা আর নির্ভবতার প্রিয় মানুষটির কাছে তার অনুযোগ গুলো বলা থেকে বঞ্চিত হয়ে তারাও আমাদের মত অভিভাবক হীন হয়ে পড়েছে, জানিনা আল্লাহ রব্বুল আলামীন কাকে দিয়ে এ শূন্যতা পুরন করবেন, একজন হকার একজন শ্রমজীবী মানুষ চলমান গাড়িতে থাকা তোমার আব্বুর মত নেতার গাড়ি ব্যস্ততম রাস্তায় দাড় করিয়ে অভাব অভিযোগের কথা বলতে পারবে হাসি ভরা মুখে তার সমস্যার সমাধান দিবেন অথবা দায়িত্ব নেবেন, এ নির্ভরতার মানুষটি কে হবে?সিলেটের আন্দোলন সংগ্রামে দাবি দাওয়ার কথা সিলেটের সামাজিক সমস্যা সমাধানের জন্য সকল মহলে গ্রহন যোগ্যতা নিয়ে নিরসন করার দায়িত্ব কে কাধে তুলে নেবে তা আজ অজানার গহীনের অতলে,
তোমার কষ্ট আমাদের কষ্ট এক হবার নয় তবুও বলব জীবনের অনিবার্য পরিণতি মৃত্যু তাকে তিনি আলিঙ্গন করেছেন, যা তোমার আমার ও আমাদের জীবনে স্বাভাবিক ভাবে আসবে এটা অলংঘনিয় নিয়তির বিধান যা মেনে নিতেই হবে, কিছু মানুষ ব্যতিক্রম যারা গনমানুষের হৃদয়ে গড়ে তুলেন পাকা আসন, তোমার আব্বু আমাদের প্রিয় কামরান ভাই সেই ব্যতিক্রমী একজন জননেতা ছিলেন, নেতা অনেকেই হয় গনামানুষের নেতা সবাই হতে পারে না,আমাদের প্রিয় কামরান ভাই গনমানুষের নেতা এ সত্য প্রতিষ্ঠিত তৃনমূল থেকে উঠে আসা এই মানুষটি মানুষের হৃদয় জয় করেছিলেন, তাই তিনি জনতার কামরান,তোমরা ভাই বোন সেই গর্বিত পিতার সন্তান সিলেটের মানুষ তার স্মৃতি ধরে রাখবে যুগ যুগান্তর, তাকে অনুভব চেতনায় ধরে রাখবে নিখাদ ভালোবাসায়,মন তোমাদের তৃপ্ত হবে না তবুও বিদ্বস্হ হৃদয়ে স্বস্তি দেবে তোমাদের বাবা কামরান, চলার পথে এটাই শক্তি প্রেরণার উৎস হয়ে থাকবে জীবন ভর,
মহান রবের কাছে তার আত্নার মাগফেরাত কামনা করি, তিনি যেন তাকে মাফ করে জান্নাত নসীব করেন।
৷৷৷৷৷৷৷৷৷৷৷৷৷৷৷৷৷৷৷৷৷৷৷৷৷৷৷৷৷৷৷৷৷৷৷৷৷৷৷৷৷৷৷৷৷৷৷৷৷৷৷ ভালো থাকো ৷৷৷৷৷৷৷৷৷৷৷৷৷৷৷৷৷৷৷৷৷৷৷৷৷৷৷৷৷৷৷৷ তোমার মফুর চাচা, বালাগঞ্জ
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
নির্বাহী সম্পাদকঃ ধ্রুব জ্যোতি দে
ব্যবস্থাপনা সম্পাদকঃ মাহমুদা আক্তার বিউটি
আইটি সম্পাদক : মাসুম আহমদ
উপদেষ্টা সম্পাদক : এ্যাডভোকেট জাহানারা বেগম
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি